Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রী আচরণবিধি লঙ্ঘন করেছেন: আমীর খসরু


১ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৫৯

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী প্রার্থীকে পাশে নিয়ে বক্তব্য দিয়েছেন এটা আচরণবিধী লংঘন। এর পর আর কিছু তো থাকতে পারে না। সর্বোচ্চ মহল থেকে ভোটকে প্রভাবিত করা হয়েছে। এর পর নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা, নির্বাচন কমিশনসহ কারও কোনো ভূমিকা রাখার সুযোগ নেই।’

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে অভিযোগ দেওয়ায় পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে দেখা করে বিভিন্ন অভিযোগ দেন আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘অনেক আভিযোগ নিয়ে এসেছি। আপনাদের (সাংবাদিকদের) মূল অভিযোগগুলো জানাচ্ছি। কারণ সব অভিযোগ জানাতে দুই-তিন ঘণ্টা লাগবে।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ভোটগ্রহণ চলাকালীন সময়ে সকালের দিকে প্রধানমন্ত্রী একজন মেয়র প্রার্থীকে পাশে নিয়ে যে বক্তব্য দিয়েছেন নৌকায় ভোট দেওয়ার জন্য। উনার প্রার্থীর পক্ষে, ওনার দলের পক্ষে প্রার্থীকে পাশে রেখে দেশের প্রধানমন্ত্রী যেটা করেছে, এটা নির্বাচনি বিধি শুধু ভঙ্গ নয়, এতে দেশের রাজনীতির জন্য একটা খারাপ উদাহরণ সৃষ্টি হয়েছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘দেশের সর্বোচ্চ জায়গা থেকে নির্বাচনকে প্রভাবিত যদি এইভাবে করা হয়, এরপর তো আর কিছু থাকে না। প্রধানমন্ত্রী সেই মেয়র প্রার্থীকে পাশে নিয়ে বক্তব্য দিয়েছেন, ভোট চেয়েছেন, যে কথাগুলো বলেছেন, এর পর নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা, নির্বাচন কমিশনসহ কারও কোনো ভূমিকা রাখার সুযোগ নেই।’

এছাড়া ইভিএমের মাধ্যমে ভোটচুরির ব্যবস্থা করা হচ্ছে বলেও অভিযোগ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপি এ নির্বাচন মেনে নেবে কি না এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, ‘কথা হলো বাংলাদেশের মানুষ মেনে নেবে কি না। এটা দেশের মানুষ সিদ্ধান্ত নেবে।‘

আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, তিনি বলেন, ‘নির্বাচন কমিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে। ভোটারদের মনে তারা আস্থা সৃষ্টি করতে পারেনি। এর জন্য ভোটকেন্দ্রে ভোটার কম ছিল।’

আচরণবিধি প্রধানমন্ত্রী ভোট


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর