Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থানা থেকে পালাল ইয়াবাসহ গ্রেফতার নারী, তিন পুলিশ ক্লোজড


১ ফেব্রুয়ারি ২০২০ ১৮:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়ায় ইয়াবাসহ আটকের পর থানা থেকে পালিয়ে গেছে এক নারী। এই ঘটনায় দায়িত্বরত তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে পটিয়া উপজেলা সদরের পোস্টঅফিস মোড় থেকে লাইজু বেগম নামে ওই নারীকে ১৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছিল। ভোররাতে থানা হাজত থেকে ওই নারী কৌশলে পালিয়ে যান বলে জানিয়েছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল সারাবাংলাকে জানিয়েছেন, এই ঘটনায় পটিয়া থানায় রাতের শিফটে দায়িত্বে থাকা এএসআই মো. সামছুদ্দিন এবং কনস্টেবল মমতাজ ও রিয়াজ উদ্দিনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

ওসি বোরহান সারাবাংলাকে জানান, লাইজু বেগমের বাড়ি বরগুনা জেলায়। শুক্রবার বিকেলে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী একটি বাসে করে লাইজু পটিয়া আসেন। পোস্টঅফিস মোড়ে সন্দেহজনক ঘোরাঘুরির সময় তাকে আটক করা হয়। এসময় তিনি নিজেকে একটি দৈনিকের স্টাফ রিপোর্টার হিসেবে নিজের পরিচয় দেন। থানায় নেওয়ার পর লাইজু স্বীকার করে তার পেটের ভেতর ইয়াবা আছে। দ্রুত এক্সরে করার পর ইয়াবার সন্ধান পাওয়া যায়। এরপর পেট থেকে ১৯০০ পিস ইয়াবা বের করা হয়। ভোরে থানা থেকে তাকে জানানো হয়, লাইজু বেগম থানা থেকে পালিয়ে গেছেন।

‘এএসআই সামছুদ্দিন রাতে ডিউটি অফিসারের দায়িত্বে ছিল। বাকি দুজন হাজতের নিরাপত্তার দায়িত্বে ছিল। অতিরিক্ত পুলিশ সুপার স্যার থানায় এসেছিলেন। প্রাথমিক তদন্তের পর দায়িত্বে অবহেলার জন্য তিনজনকে ক্লোজড করেছেন। পালিয়ে যাওয়া লাইজুকে গ্রেফতারের চেষ্টা চলছে’ বলেন ওসি।

ইয়াবাসহ আটক চট্টগ্রাম পুলিশ ক্লোজড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর