ইইউ’র কাছে মেডিকেল সহায়তা চেয়েছে চীন
১ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৫৪
করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতায় ভুগছে চীন। দেশটির প্রধানমন্ত্রী প্রিমিয়ার লি কুয়েয়াং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে মেডিকেল সহায়তা চেয়েছেন। খবর সিএনএনের।
ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উরসলা ভন ডার লিয়েনের সঙ্গে ফোনে কথা বলেন প্রিমিয়ার লি কুয়েয়াং। ইইউ সদস্যভুক্ত দেশগুলোর কাছ থেকে চিকিৎসা সরঞ্জাম কিনে নেওয়ার ইচ্ছার কথা জানান চীনের এই নেতা।
লি আরও বলেন, আমরা তথ্য, পদ্ধতি ও প্রক্রিয়াগত বিষয়গুলোতে আন্তর্জাতিক পরিমণ্ডল ও ইইউ’র সঙ্গে সহযোগিতা সম্প্রসারিত করতে চাই।
সাধারণ মানুষের স্বাস্থ্য নিরাপত্তা সবসময় চীন অগ্রাধিকার হিসেবে দেখে থাকে। করোনাভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধ করাটাই এখন চীনের প্রধান কাজ বলে জানান তিনি।
কমিশন প্রেসিডেন্ট উরসলা চীনকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
চীনে করোনাভাইরাসে মারা গেছেন ২৫৯ জন। ভাইরাস ছড়িয়েছে ২০টিরও বেশি দেশে। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ জানিয়েছে চীন ভ্রমণকারী বিদেশিদের জন্য বন্ধ হচ্ছে সেসব দেশে প্রবেশের সুযোগ। অস্ট্রেলিয়া, জাপান, পাকিস্তান, ইতালি, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর এই পদক্ষেপ নিয়ছে।