Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সামনের মাসে আমিরাতের শ্রমবাজার খুলবে, আশা প্রবাসীকল্যাণ মন্ত্রীর


১ ফেব্রুয়ারি ২০২০ ২০:৫৯

চট্টগ্রাম ব্যুরো: সামনের মাসে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারের দুয়ার খুলবে বলে আশা করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনারে মন্ত্রী একথা জানিয়েছেন। চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই সেমিনার হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং।

বিজ্ঞাপন

বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘আগামী মাসে আরব আমিরাতে আবার শ্রমবাজার চালু হতে যাচ্ছে। তবে এটা দক্ষ শ্রমিকদের জন্য। অদক্ষদের জন্য নয়। জাপানের শ্রম বাজার বড় হলেও ভাষা এবং দক্ষতার কারণে পারছে না অনেকে।’

দালালদের কাছ থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো দালাল চক্র থেকে দূরে থাকতে হবে। প্রত্যেক জেলায় বৈদেশিক কর্মসংস্থান কার্যালয় রয়েছে। উপজেলায়ও তথ্য পাওয়া যাচ্ছে। তারপরও মানুষ দালালের কাছে ছোটে। সরকারিভাবে যেখানে ১ লাখ টাকা লাগবে, দালালরা নিচ্ছে ৫ লাখ টাকা।’

মন্ত্রী আরও বলেন, ‘নারী শ্রমিক লাঞ্ছিত হয়ে আসছে। কি কারণে আসছে তা আমরা দেখছি না। প্রশিক্ষণ ছাড়া চলে যাচ্ছে। ফ্রি ভিসায় চলে যাচ্ছে। অথচ ফ্রি ভিসা বলে কিছু নেই। এসব নিয়ে যে চক্র আছে তারা এভাবে সংকট তৈরি করছে। তিনি আরও বলেন, নানা অভিযোগে কয়েকটি রিক্রুটিং এজেন্টের লাইসেন্স স্থগিত করেছি। একজনকে জেলও দেওয়া হয়েছে।’

মন্ত্রী বীর বাহাদুর বলেন, ‘বিদেশে দক্ষ শ্রমিক পাঠাতে হবে। দক্ষতা না থাকলে শ্রমিকেরা সফল হতে পারবে না। তাই এ জন্য শিক্ষা এবং কারিগরি জ্ঞান অর্জন করতে হবে। পাশাপাশি ভাষাও জানতে হবে। এ দালালদের কাছ থেকে দূরে থাকতে হবে।’

বিজ্ঞাপন

বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মনীর সালেহীন। সেমিনারে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

আমিরাত প্রবাসীকল্যাণমন্ত্রী শ্রমবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর