Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হরতাল: ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ, গাড়ি ভাঙচুর


২ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৩১

ঢাকা সিটি নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ডাকা হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোববার (২ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ গেইট থেকে ‘হরতাল-হরতাল’ স্লোগানে মিছিল বের করে ছাত্রদলের নেতা-কর্মীরা। মিছিলটি কেন্দ্রীয় শহীদমিনার হয়ে জগন্নাথ হলের সামনে এসে শেষ হয়। এসময় তারা শহীদ মিনারের সামনে কয়েকটি সিএনজি ও প্রাইভেটকার ভাঙচুর করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, সকাল থেকে হরতালের সমর্থনে ছাত্রদলের কর্মীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে থাকে। প্রায় দুই শতাধিক নেতাকর্মী ওই মিছিলে উপস্থিত ছিল। তবে হরতাল পালনে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমানউল্লাহ আমান, যুগ্ম আহবায়ক আকতার হোসেন, খোরশেদ সোহেল, এইচ এম আবু জাফর, সোহেল রানা, সাফি ইসলাম, শিপন বিশ্বাস, সজিব মজুমদার, রিয়াদ রহমান, শাহজান শাহন, রুয়েল, আরিফুল হক আরিফ, জিয়াদুল ইসলাম রন্জুসহ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন বলে জানা যায়।

জাতীয়তাবাদী ছাত্রদল ঢা‌বি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হরতাল

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর