ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মাদ আল্লাবি
২ ফেব্রুয়ারি ২০২০ ১৬:২৯
ইরাকের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মাদ তৌফিক আল্লাবিকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট বারহাম সালিহ। নতুন নিয়োগপ্রাপ্ত এই প্রধানমন্ত্রীকে প্রত্যাখান করেছেন আন্দোলনকারীরা। প্রতিবাদে রাজধানী বাগদাদ ও দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ায় বিক্ষোভ করেছেন তারা। রোববার (২ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে আল জাজিরা।
এর আগে, দুইমাস ধরে চলমান রাজনৈতিক অচলাবস্থা কাটানোর লক্ষ্যে ইরাকের প্রেসিডেন্ট কয়েকভাগে বিভক্ত পার্লামেন্টকে জানায়, পার্লামেন্ট যদি শনিবারের (১ ফেব্রুয়ারি) মধ্যে নতুন কোনো প্রধানমন্ত্রী নিয়োগ দিতে ব্যর্থ হয়। তাহলে প্রেসিডেন্ট নিজেই সেই দায়ভার গ্রহণ করে প্রধানমন্ত্রী নিয়োগ দিবেন।
কিন্তু, সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত ভিডিও থেকে দেখা যায়, রাজনৈতিক সংস্কারের দাবিতে ইরাকের রাজধানী বাগদাদের তাহরির স্কয়ারে অবস্থান নেওয়া হাজার হাজার আন্দোলনকারীরা প্রেসিডেন্টের নিয়োগ দেওয়া প্রধানমন্ত্রী মোহাম্মাদ আল্লাবিকে প্রত্যাখান করে স্লোগান দিচ্ছেন।
এদিকে, ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়াহ থেকে আন্দোলনকারীদের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা যে রাজনৈতিক ব্যবস্থা (মুহাশাশা) বাতিলের দাবিতে তারা আন্দোলন করছেন। ওই ব্যবস্থারই ফসল এই নতুন প্রধানমন্ত্রী মোহাম্মাদ আল্লাবি। তাই তাকে আন্দোলনকারীরা প্রত্যাখান করেছে।
প্রসঙ্গত, অক্টোবর থেকে চলমান নেতৃত্ববিহীন সরকারবিরোধী আন্দোলন থেকে দেশটির রাজনৈতিক এলিটদের অপসারন, দুর্নীতি বন্ধ, দ্রুত নির্বাচন এবং ৫০০ আন্দোলনকারী হত্যার বিচারের দাবিতে উত্তাল ইরাক। আন্দোলনকারীদের তোপের মুখে নভেম্বরের ৩০ তারিখে আদেল আব্দুল মাহদি পদত্যাগ করেছিলেন। যদিও সংবিধান অনুসারে আগের প্রধানমন্ত্রী পদত্যাগের ১৫ দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ পাওয়ার নীতি রয়েছে। কিন্তু, বিরোধীদের বাধার মুখে নতুন প্রধানমন্ত্রীর নিয়োগ দুই মাস পর সম্পন্ন হলো।
ইরাক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বারহাম সালিহ মোহাম্মাদ তৌফিক আল্লাবি