Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিগগিরই পুঁজিবাজারে আসছে ৭ লাভজনক সরকারি প্রতিষ্ঠান’


২ ফেব্রুয়ারি ২০২০ ১৭:২৩

ঢাকা: পুঁজিবাজার চাঙ্গা করতে লাভজনক সরকারি সাত প্রতিষ্ঠান খুব শিগগিরিই দেশের পুঁজিবাজারে আসছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এরপর পর্যায়ক্রমে আরও সরকারি প্রতিষ্ঠানকেও পুঁজিবাজারে নিয়ে আসা হবে বলে জানান তিনি।

যে সাতটি সরকারি প্রতিষ্ঠান শুরুতে পুঁজিবাজারে আসছে, সেগুলো হলো— তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি), নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, ইলেকট্রিসিটি জেনারেল কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি), আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, বিআর পাওয়ারজেন লিমিটেড (বিআরপিএল) ও গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।

রোববার (২ ফেব্রুয়ারি) শেরেবাংলা নগরে মন্ত্রীর দফতরে মালিকানাধীন লাভজনক কোম্পানিগুলোর শেয়ার পুঁজিবাজারে অন্তর্ভুক্তির বিষয়ে অর্থমন্ত্রী এ কথা বলেন। আরও সরকারি প্রতিষ্ঠান পুঁজিবাজারে আসা উচিত বলেও মত দেন আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, প্রথমে কোম্পানিগুলো টেকসই করতে হবে। প্রতিটি কোম্পানির ব্যালেন্স শিটগুলো আমাদের অ্যাসেস করতে হবে। এখন থেকে ১০ বছর আগের অ্যাসেটের দাম আর এখনকার দাম এক নয়। এখনকার বর্তমান মূল্যমান অনুযায়ী আমাদের রি-ভ্যালুয়েশন করতে হবে। এর জন্য কিছুটা সময় কোম্পানিগুলোকে দিতে হবে। আমার মনে হয়, সম্পদের পরিমাণ রি-ভ্যালুয়েশন করতে মাস দুয়েক সময় লাগবে।

মন্ত্রী বলেন, আমরা আশা করি, দুই মাস সময়ের মধ্যে সাতটি কোম্পানির সম্পদের পরিমাণ অ্যাসেস করতে পারব। যেটা নিট অ্যাসেস দাঁড়াবে, সেটার ভিত্তিতেই শেয়ারগুলো ভ্যালুয়েশন হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এরপর ধীরে ধীরে প্রাথমিক পদক্ষেপ হিসেবে এগুলোকে বাজারে নিয়ে আসা হবে।

মুস্তফা কামাল বলেন, দুই মাসের মধ্যেই কোম্পানিগুলো অ্যাসেসমেন্ট করে আমরা তথ্য দেবো। বাইরের বিভিন্ন অডিট ফার্ম দিয়েই সম্পদের অ্যাসেস করব। এর জন্য কিছুটা সময় লাগবেই। এরপর সাতটি কোম্পানি প্রাইভেট সেক্টর থেকেও কাজ করতে পারে, আবার ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) থেকেও তারা কাজ করতে পারে।

টপ নিউজ পুঁজিবাজার লাভজনক সরকারি প্রতিষ্ঠান


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর