Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে হেফাজত-আহলে সুন্নত


২ ফেব্রুয়ারি ২০২০ ২২:০৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একই দিনে একই স্থানে দু’টি ধর্মীয় সংগঠনের পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। হেফাজতে ইসলাম ও আহলে সুন্নতে ওয়াল জামা’আত পাল্টাপাল্টি এই কর্মসূচি দিয়েছে।

আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর অক্সিজেন মোড়ে পাল্টাপাল্টি সমাবেশ করা নিয়ে অনড় অবস্থানে আছেন হেফাজত ও আহলে সুন্নতের নেতারা।

হেফাজতে ইসলাম শানে রেসালত সম্মেলনের আয়োজন করে অনুমতির জন্য পুলিশের কাছে আবেদন জমা দিয়েছে। অন্যদিকে জঙ্গি তৎপরতা বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ, মাইজভান্ডার দরবার নিয়ে হেফাজতের আমীর আহমদ শফির ‘কুরুচিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জমা’আতের বায়েজিদ থানা শাখা সুন্নী সম্মেলন আহ্বান করেছে।

হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহসচিব মাইনুদ্দিন আহমেদ রুহী সারাবাংলাকে বলেন, ‘শানে রেসালত সম্মেলন আমরা নিয়মিত বিভিন্ন স্থানে আয়োজন করি। গত ২৩ জানুয়ারি বহদ্দারহাটে করেছি। ৫ ফেব্রুয়ারি অক্সিজেন মোড়ে করব। ২৯ ফেব্রুয়ারি আন্দরকিল্লায় করব। প্রতিবছর বড় আকারে করি লালদিঘীতে। আমরা আগে আয়োজন করেছি। হঠাৎ করে তারা (আহলে সুন্নত) একই স্থানে কেন সমাবেশ ডাকল, সেটা আমাদের বোধগম্য নয়।’

অন্যদিকে আহলে সুন্নতের মিডিয়া প্রধান মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী সারাবাংলাকে বলেন, ‘হেফাজতের বিভিন্ন সমাবেশ থেকে মাজার নিয়ে, সুন্নীয়তের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে। নিয়মিতভাবে তারা আমাদের কটাক্ষ করে যাচ্ছেন। আমাদের সংগঠনের সিদ্ধান্ত হচ্ছে, এই ঔদ্ধত্য আর মেনে নেওয়া সম্ভব নয়। সেজন্য আমরা পাল্টা সমাবেশ ডাকতে বাধ্য হয়েছি।’

বিজ্ঞাপন

পাল্টাপাল্টি এই কর্মসূচি আহ্বান নিয়ে হেফাজত নেতা রুহী বলেন, ‘আমরা তো আগে ডেকেছি। তারা পাল্টা ডেকেছে। ধর্মীয় সমাবেশ নিয়ে পাল্টাপাল্টি করা ইসলাম সমর্থন করে না। আমরা রেসালত সম্মেলন করছি কাউকে ওহাবি কিংবা সুন্নী বানানোর জন্য নয়। আমাদের বক্তব্য নিয়ে যদি তাদের ভিন্নমত থাকে, তবে অন্যসময় কিংবা একই সময় অন্য স্থানে সমাবেশ ডেকে তারা তাদের বক্তব্য জনগণের সামনে উপস্থাপন করতে পারত। কিন্তু একই দিনে একই সময়ে একই স্থানে সমাবেশ ডেকে তারা পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে বলে আমরা মনে করি। আশা করি, প্রশাসন আমাদের সম্মেলনের অনুমতি দেবে এবং প্রয়োজনীয় নিরাপত্তা দেবে।’

আহলে সুন্নতের নেতা মাছুমুর রশিদ বলেন, ‘হেফাজত কারও ইন্ধনে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। আমরা সম্মেলন করার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছি। প্রশাসন যদি অনুমতি দেয়, তাহলে দু’টি সংগঠনকেই দিতে হবে। কাউকেই না দিলে আমরা সম্মেলন করব না। সেক্ষেত্রে শোকরানা মাহফিল করে চলে যাব।’

জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার আমেনা বেগম সারাবাংলাকে বলেন, ‘দুই পক্ষই আবেদন করেছে। আমরা দুই পক্ষকেই বোঝানোর চেষ্টা করছি, তারা যেন দূরত্ব বজায় রেখে করেন অথবা সময় পাল্টে করেন। এটা নিয়ে তাদের সঙ্গে কথা বলছি আমরা।’

আহলে সুন্নতে ওয়াল জামা’আত পাল্টাপাল্টি সমাবেশ হেফাজতে ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর