Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পের জেরুজালেম প্রস্তাবে উত্তপ্ত ফিলিস্তিন


৮ ডিসেম্বর ২০১৭ ১৭:০৮

সারাবাংলা ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রতিবাদে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ফিলিস্তিন। এ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ত্রিশজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

এদিকে ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিপর্যয়কর পরিস্থিতি এড়াতে অধিকৃত পশ্চিম তীরে কয়েক  শ’ সৈন্য মোতায়েন করেছে ইসরায়েল।

তারা আরও জানিয়েছে, হামাস নেতা ইসমাইল হানিয়া গাজা শহরে এক বক্তৃতায় নতুন করে বিদ্রোহের ডাক দিলে তাদের লক্ষ করে বেশ কিছূ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

এ ঘটনায় গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম তীর ও গাজা শহরে ফিলিস্তিনি নাগরিকরা বিক্ষোভে অংশ নিলে ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রে পাঁচজন ফিলিস্তিনি নাগরিক আহত হয়।

টিয়ারসেলের আঘাতে আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।

এদিকে রামাল্লা প্রবেশের প্রবেশমুখে ইসরায়েলি বাহিনী টিয়ার গ্যাস ছুড়লে কমপক্ষে ২২ জন আহত হয়েছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট।

ফিলিস্তিনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা  এ বিষয়ে বলেন, মার্কিন নীতির অস্পষ্টতার মধ্য দিয়ে কয়েক দশক আগে সিদ্ধান্ত হয়ে যাওয়া বিষয়ে কথা বলার জন্য মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সকে এখানে কেউ আহ্বান জানায়নি।

ফিলিস্তিনের সাথে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের আলোচনা না-ও হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

এ দিকে হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে মাইক পেন্সের যে আলোচনার সিদ্ধান্ত হয়েছে তা বাতিল হলে এর বিপরীত প্রতিক্রিয়া হতে পারে।

বিজ্ঞাপন

শুক্রবার নামাজের পর হামাস নতুন করে আন্দোলনের ডাক দেয়

বিশ্বজুড়ে নিন্দার ঝড়ওঠা ট্রাম্পের জেরুজালেম ঘোষণার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু প্রশংসা করে বলেছেন, জেরুজালেমের ইতিহাসে ট্রম্পের নাম চিরদিন অমর হয়ে থাকবে।

সারাবাংলা/এমআই/আইজেকে

 

 

 

ফিলিস্তিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর