চীন থেকে ফিরে আসা বাংলাদেশিরা সবাই সুস্থ আছেন: স্বাস্থ্যমন্ত্রী
৩ ফেব্রুয়ারি ২০২০ ০০:৫৫
ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীন থেকে ফিরে আসা বাংলাদেশিরা সবাই সুস্থ আছেন। আশকোনা হজ্বক্যাম্পে তারা কোয়ারান্টাইন ব্যবস্থায় আছেন। এছাড়াও হাসপাতালে থাকা ৮ জনও সুস্থ আছেন। তবে দেশে এখনো করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী সনাক্ত হয়নি।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
আশকোনা হজ্বক্যাম্পের মতো জনবহুল এলাকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন থেকে আসা বাংলাদেশিদের যেখানে রাখা হয়েছে সেটি জনবহুল এলাকা থেকে অনেক বেশি দূরত্বে আছে। এছাড়াও আশকোনা হজ্ব ক্যাম্প অনেক বড় একটি ক্যাম্পাস। তাই এই ক্যাম্পে করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার কোন সম্ভাবনা নেই।
তিনি বলেন, নিয়ম অনুযায়ী সবাইকে এক মিটার দূরে থাকতে হয়। ক্যাম্পে থাকা বাংলাদেশিরা সবাই দুই মিটার দূরত্বে অবস্থান করছে। তাই তাদের মধ্যে কেউ সংক্রমিত হলেও ভাইরাস ছড়ানোর কোনো শঙ্কা নেই। এছাড়াও যারা ভেতরে আছেন তাদের মধ্যে অনেকেই চিকিৎসক, যারা স্বপ্রণোদিত হয়েই ভেতরে চিকিৎসা সেবা দিচ্ছেন।
এছাড়াও সেনাবাহিনীর চিকিৎসকসহ-সাধারণ চিকিৎসকগণ সেখানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, হজ্ব ক্যাম্পে সকল বাংলাদেশিদের সার্বিক ব্যবস্থাপনায় রাখা হয়েছে। তারা সবাই ভালো আছেন। তবে নিয়মমতো পর্যবেক্ষণে থাকবেন তারা। হাসপাতালে যারা আছেন তারাও ভালো আছেন। এছাড়াও নিজের ইচ্ছে মোতাবেক সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) থাকা যে গর্ভবতী নারী আছেন তিনিও ভালো আছেন।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, যারা চীন থেকে এসেছেন তাদের মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা ১৪ দিনের মধ্যে জানা যাবে। যারা এসেছেন তাদের কাউকেই জোর করে আনা হয়নি। প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের আনা হয়েছে। তবে কোয়ারান্টাইন অবস্থায় থাকা কেউই এখন আত্মীয় স্বজনরা তাদের সঙ্গে দেখা করতে পারবেন না।
চীনের নাগরিকদের জন্য চীন-বাংলাদেশ যাতায়াতে কিছুটা কড়াকড়ির বিষয়ে সরকারের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।