Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনা শেয়ারবাজারে ব্যাপক দরপতন


৩ ফেব্রুয়ারি ২০২০ ১১:৪৯

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাবে চীনা শেয়ারবাজারে ব্যাপক দরপতন শুরু হয়েছে। নববর্ষের ছুটি শেষে সোমবার (৩ ফেব্রুয়ারি) পুনরায় শুরু হওয়া চীনা শেয়ার বাজারের এই দরপতনের খবর জানিয়েছে বিবিসি।

বিবিসি জানিয়েছে, সাংহাই কম্পোজিট ইনডেক্সে নয় শতাংশ পর্যন্ত দরপতনের ঘটনা ঘটেছে। এইসূত্রে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়েছে কয়েকগুন। এছাড়াও স্বাস্থ্যসেবা সংক্রান্ত শেয়ারের দরপতন অব্যাহত আছে।

বিজ্ঞাপন

এর আগে, পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) জানিয়েছিল করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় তারা বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে। বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে তারা স্বল্পমেয়াদী সঞ্চয়ের ওপর সুদের হার কমিয়ে দিয়েছে। এছাড়াও, অতিরিক্ত ১৫০ বিলিয়ন ইউইয়ান তারা সমগ্র অর্থনীতিতে প্রণোদনা দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও শেয়ারবাজারের এই দরপতন ঠেকানো যায়নি।

এদিকে, সর্বমোট ১.২ ট্রিলিয়ন ইউয়ান সংকটকালীন অর্থনৈতিক প্রণোদনা হিসেবে সোমবারের (৩ ফেব্রুয়ারি) মধ্যে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি)।

প্রসঙ্গত, পৃথিবীর দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে চীন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিযোগিতায় ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে প্রথম দফা বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পরই করোনাভাইরাসের আক্রমণে নিশ্চিত অর্থনৈতিক ধ্বস চীন ঠেকাতে পারবে কী না, তাই এখন দেখার বিষয়।

করোনাভাইরাস দরপতন পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) শেয়ারবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর