Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরনো বিজিএমইএ ভবন ভাঙতে ডাস্ট অপসারণ শেষ, বিদ্যুতের অপেক্ষা


৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩:০১ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৪৮

ঢাকা: হাতিরঝিলে পুরনো বিজিএমইএ ভবন ভাঙতে এর প্রতিটি ফ্লোরের ডাস্ট (ময়লা) অপসারণের কাজ শেষ হয়েছে। এখন ১৭ তলায় অবস্থিত কয়েকটি শৌচাগারের পাঁচ ইঞ্চি ইটের গাঁথুনি ভাঙা হচ্ছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ভবন ভাঙার কাজ পাওয়া প্রতিষ্ঠান ফোর স্টার এন্টারপ্রাইজের পরিচালক নছরুল্লাহ খান রাশেদ সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত বুধবার (২৯ জানুয়ারি) ডাস্ট অপসারণের মধ্য দিয়ে মূল কাজ শুরু হয়েছিল। নির্বাচনের দিন কাজ বন্ধ ছিল। ৫ দিনে এরইমধ্যে পুরো ভবনের ডাস্ট অপসারণ শেষ হয়েছে। এখন ১৭ তলায় কয়েকটি বাথরুমের পাঁচ ইঞ্চি ইটের গাঁথুনি ভাঙা হচ্ছে।

এক প্রশ্নের উত্তরে রাশেদ বলেন, আমরা এখনো বিদ্যুৎ পাইনি। এজন্য পুরোদমে কাজ শুরু করা সম্ভব হয়নি। আজ বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে বলে আশা করছি। আর তখনই ভবন ভাঙার কাজ দৃশ্যমান হবে। বর্তমানে ভবনটিতে ৫০ জন কর্মী কাজ করছে বলেও জানান তিনি।

এর আগে, গত ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিজিএমইএ ভবন ভাঙার কাজের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। উদ্বোধনের মধ্য দিয়েই সেদিনের ভবন ভাঙার কাজ শেষ হয়েছিল ভাঙার কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ফোর স্টার এন্টারপ্রাইজের পক্ষ থেকে জানানো হয়েছিল ২৭ জানুয়ারি থেকে পুরোদমে ভাঙার কাজ শুরু হবে। পরে ২৯ জানুয়ারি ডাস্ট অপসারণের কাজ শুরু হয়।

এর আগে ২২ জানুয়ারি দুপুর সাড়ে ১২ টায় মন্ত্রী হাতিরঝিলের পুরনো বিজিএমইএ ভবনে এসে গ্রাউন্ড ফ্লোরের কিছু অংশ নিজ হাতে যন্ত্র দিয়ে উপড়ে দেন। এ সময় তার সঙ্গে রাজউকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভাঙা হচ্ছে পুরনো বিজিএমইএ ভবন