Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএন‌পির গণতা‌ন্ত্রিক আ‌ন্দোল‌নে বাধা দেওয়া হ‌বে না’ 


২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:০৭

স্টাফ করেসপন্ডেন্ট

‌বিএন‌পি য‌দি জ্বালাও-‌পোড়াও রাজনী‌তি প‌রিহার ক‌রে গণতা‌ন্ত্রিক আ‌ন্দোল‌ন করলে তাতে বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার দুপু‌রে রাজধানীর জাতীয় ক্রীড়া প‌রিষ‌দে দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠা‌নে তি‌নি এ কথা বলেন। ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ

স্বরাষ্ট্রমন্ত্রী ব‌লেন, ‘সরকার কোনো দ‌লেরই গণতা‌ন্ত্রিক আ‌ন্দোল‌নে বাধা দেয় না। বিএন‌পি গণতা‌ন্ত্রিক নিয়মকানুন মে‌নে জ্বালাও-‌পোড়াও রাজনী‌তি বন্ধ কর‌লে আমা‌দের কোনো সমস্যা নেই। আর য‌দি বিএন‌পি জ্বালাও-‌পোড়াও রাজনী‌তি বন্ধ না ক‌রে তাহ‌লে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনী প্র‌য়োজনী পদ‌ক্ষেপ গ্রহণ কর‌বে। সরকার কারও গণতা‌ন্ত্রিক অ‌ধিকার হরণ কর‌তে চায় না।’

তি‌নি ব‌লেন, ‘প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে দেশ এ‌গি‌য়ে যা‌চ্ছে। দে‌শের উন্নয়‌নে শেখ হা‌সিনার কোনো বিকল্প নেই। তি‌নি শুধু দে‌শের ‌ক্ষুধা ও দারিদ্র বি‌মোচন ক‌রেন নি, দুর্নী‌তিগ্রস্ত দেশকে অ‌নেক দূর এ‌গি‌য়ে নি‌য়ে গে‌ছেন। দেশকে দুর্নীতিমুক্ত করেছেন। মা‌র্চে ম‌ধ্যে দেশ এ‌গি‌য়ে যাওয়ার আরও এক‌টি ঘোষণা দেশবাসী শুন‌তে পা‌বে।‌’

আসাদুজ্জামান খাঁন কামাল ব‌লেন, ‘বঙ্গবন্ধুর রক্ত যার শরী‌রে প্রবা‌হিত হ‌চ্ছে তি‌নি শুধু বাংলা‌দে‌শের নেতা নন,‌ তি‌নি বিশ্ব নেতা। বিশ্ব আজ অবাক হ‌য়ে প্রশ্ন ক‌রে- কীভা‌বে বাংলা‌দেশ এত উন্নয়ন কর‌ছে?‌ শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে বাংলা‌দে‌শের এ উন্নয়নের ধারা অব্যাহত থাক‌বে।’

বিজ্ঞাপন

তি‌নি ব‌লেন, ‘বাংলা‌দে‌শের স‌ঠিক ই‌তিহাস শিশু‌দের জান‌তে হ‌বে। কারণ আজ‌কের দি‌নের শিশুরাই আগামীর বাংলা‌দেশ‌কে নেতৃত্ব দে‌বে। তাই বিকৃত ই‌তিহাস জানার হাত থে‌কে শিশু‌দের রক্ষা কর‌তে হ‌বে। এ শিশু‌দের মান‌সিক বিকা‌শের জন্য আজ‌ থে‌কে ৩০ বছর আ‌গে শেখ রা‌সেল জাতীয় শিশু-‌কি‌শোর প‌রিষদের যাত্রা শুরু হ‌য়ে‌ছিল।’

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংগঠনিক সচিব কে এম শহিদ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা, দাবা ফেডারেশনের সাধারন সম্পাদক সৈয়দ শাহবউদ্দিন শামীম, পরিষদের বাড্ডা থানা উপদেষ্টা জাহাঙ্গীর আলম প্রমুখ।

সারাবাংলা/এসআর/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ

কঠিন চীবর দান: উৎসবের মহাজাগরণ
২১ অক্টোবর ২০২৪ ১৫:৩০

সম্পর্কিত খবর