২ বছর আগের সিলেবাসে এসএসসি পরীক্ষা!
৩ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৫২
বরিশাল: এসএসসি পরীক্ষার প্রথম দিনে বরিশাল নগরীর একটি কেন্দ্রে বাংলা প্রথম পত্রের বহু নির্বচনি পরীক্ষা ভুল প্রশ্নে নেওয়া হয়েছে। ২০১৮ সালের সিলেবাস, অর্থাৎ অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে উত্তর দিতে হয়েছে তাদের। এ ভুলের শিকার হয়েছে ওই কেন্দ্রের শতাধিক নিয়মিত পরীক্ষার্থী।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বরিশাল শহরের হালিমা খাতুন বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ওই কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ করে বের হওয়ার পর তাদের কাছ থেকে পাওয়া প্রশ্নে দেখা যায়, প্রশ্নপত্রের শুরুতেই ‘২০১৮ সালের সিলেবাস অনুযায়ী’ শব্দগুলো লেখা রয়েছে। এটিই এ বছরের প্রথম পরীক্ষা হওয়ায় এবং পরীক্ষার শুরুতেই বহু নির্বচনি অংশ থাকায় তারা তাড়াহুড়ো করতে গিয়ে পরীক্ষার্থীরা বিষয়টি খেয়াল করেনি।
ওই কেন্দ্রে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছে, বাংলা প্রথম পত্রের বহু নির্বচনি পরীক্ষাটি ৩০ নম্বরের, এর জন্য সময়ও বরাদ্দ মাত্র ৩০ মিনিট। ফলে প্রশ্ন পেয়ে উত্তর দেওয়ার জন্য সময় পাওয়া যায় কম। ফলে প্রশ্নপত্র যাচাইয়ের সুযোগ তারা পাননি। পরে তারা বুঝতে পারে যে তাদের দুই বছর আগের সিলেবাসে প্রশ্ন সরবরাহ করা হয়েছে।
শিক্ষার্থীদের দাবি, যারা প্রশ্ন বণ্টন করেছে, এটা তাদেরই ভুল। আমাদের ভুল প্রশ্ন দেওয়া হতে পারে, এটা আমরা ভাবতেই পারিনি। তাছাড়া প্রশ্নপত্র যাচাইয়ের মতো সময় আমাদের হাতে ছিল না। ভুল প্রশ্নে তারা পরীক্ষা দেওয়ায় তাদের কোনো ধরনের ক্ষতি হবে কি না— তা নিয়ে এখন শঙ্কা পরীক্ষার্থীদের। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরাও।
পরে এ ঘটনা জানাজানি হলে এ বিষয়ে জানতে চাওয়া হয় বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইউনুচের কাছে। তিনি সাংবাদিকদের বলেন, যে কারণেই হোক, বিষয়টি ভুল হয়েছে। তবে যেসব শিক্ষার্থী ভুল প্রশ্নে পরীক্ষা দিয়েছে, বোর্ড তাদের নম্বর দেওয়ার ক্ষমতা রাখে। আশা করি এর জন্য তাদের ভোগান্তি পোহাতে হবে না।
অনিয়মিত শিক্ষার্থীদের সিলেবাস এসএসসি পরীক্ষা পুরনো সিলেবাসে পরীক্ষা ভুল প্রশ্ন