Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক


৩ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৫৪

ঢাকা: আরব-বাংলাদেশ (এবি) ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৪৪ কোটি ৬৪ লাখ ১৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে শাখাটির সাবেক ব্যবস্থাপকসহ ২ জনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুদকের নির্ভরশীল সূত্রে এই তথ্য জানা গেছে।

যাদের বিরুদ্ধে মামলা করা হবে তারা হলো- চট্টগ্রামের লিজেন্ড হোল্ডিংসের মালিক সৈয়দ মোহাম্মদ আবদুল হাই (এস এম আবদুল হাই) ও এবি ব্যাংকের আগ্রাবাদ শাখার সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ ইসহাক চৌধুরী।

বিজ্ঞাপন

দুদক বলছে, আসামিরা এলসির মাধ্যমে ব্যাংক থেকে ৪৪ কোটি ৬৪ লাখ ১৬ হাজার টাকা ব্যাংকে জমা না দিয়ে ব্যক্তি স্বার্থে আত্মসাৎ করেছে। যার কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। অভিযোগটি অনুসন্ধান করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। অনুসন্ধানে তিনি অপরাধের সংশ্লিষ্টতা পেয়েছেন।

আগ্রাবাদ শাখা টাকা আত্মসাৎ দুদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর