বাণিজ্যমেলায় সেরা প্যাভিলিয়নের পুরস্কার পেল গাজী ইন্টারন্যাশনাল
৩ ফেব্রুয়ারি ২০২০ ১৮:১৭
ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় সেরা প্যাভিলিয়নের পুরষ্কার পেয়েছে গাজী গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গাজী ইন্টারন্যাশনাল।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর শের-ই বাংলা নগরে বাণিজ্যমেলার প্রাঙ্গণে মেলার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার প্রদান করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রীর হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন গাজী ইন্টারন্যাশনালের চিফ অপারেটিং অফিসার (সিওও) আশরাফ উদ্দিন পারভেজ।
মেলায় ১৩ ক্যাটাগরিতে ৩৮টি স্টল ও প্যাভিলিয়নকে পুরস্কৃত করেছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এরমধ্যে সেরা সাধারণ প্যাভিলিয়ন ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম হয়েছে গাজী ইন্টারন্যাশনাল ও ওয়ালটন হাইটেক ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড (মার্সেল)।
এছাড়া সেরা সাধারণ প্যাভিলিয়ন ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছে আরএফএল প্লাস্টিকস লিমিটেড ও তৃতীয় হয়েছে প্রিমিয়া ফ্লেক্স প্লাস্টিক লিমিটেড।
মেলার সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহসভাপতি সিদ্দিকুর রহমান, বাণিজ্য সচিব জাফর উদ্দীন, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ফাতিমা ইয়াসমিন, ইপিবির মহাপরিচালক (১) অভিজিৎ চৌধুরী, ইপিবির উপ-পরিচালক ও মেলার সদস্য সচিব মো. আব্দুর রউফ।