Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন রফিকুল ইসলাম


৩ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন-এর উপ-মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম। রোববার (২ ফেব্রুয়ারি) ব্যাংকের এক অফিস নির্দেশে তাকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেওয়া হয়।

বাংলাদশে ব্যাংকরে সহকারী পরিচালক সিদ্দিকুর রহমান সুমন স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ থেকে অনার্সসহ স্নাতকোত্তর এবং পরে একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতেও স্নাতকোত্তর করেন। এছাড়া নর্থ-সাউথ ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) সম্পন্ন করেন।

বিজ্ঞাপন

রফিকুল ইসলাম ১৯৯৬ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করে প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনে দায়িত্ব পালন করেন। পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৯ সালে বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড (গোল্ড মেডেল) লাভ করেন। রফিকুল ইসলাম নরসিংদী জেলার মনোহরদী থানার খিদিরপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

বাংলাদেশ ব্যাংক ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর