Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার


৩ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীতে প্রবেশের সময় দুই মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা চৌমুহনী এলাকায় মোটর সাইকেল আরোহীরা র‌্যাবের তল্লাশির মুখে পড়ে। গ্রেফতার দু’জন হলো- মো. রমিন (২৩) ও মো. খোরশেদ আলম (১৯)। তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার বেথুয়া গ্রামে।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি কাজী মো. তারেক আজিজ সারাবাংলাকে বলেন, ‘দুজন পেশাদার ইয়াবা পাচারকারী। আগেও তারা কয়েকবার মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহরে ইয়াবা নিয়ে এসেছে। এবার গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি করি। দুই জনের হাতব্যাগে ৪০ হাজার ইয়াবা পাওয়া গেছে।’

বিজ্ঞাপন

দু’জনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এএসপি তারেক।

ইয়াবা উদ্ধার ইয়াবা পাচার মোটরসাইকেল আরোহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর