‘ভোটের প্রতি মানুষ আগ্রহ হারালে তা বিএনপির জন্যই হয়েছে’
৩ ফেব্রুয়ারি ২০২০ ২২:৫২
জাতীয় সংসদ ভবন থেকে : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে পেট্রোল বোমা নিক্ষেপের রাজনীতি না থাকলে বাংলাদেশ আরও এগিয়ে যেতো। নির্বাচনে ভোটের প্রতি মানুষ আগ্রহ হারালে তা বিএনপির জন্যই হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী এ কথা জানান। এ সময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া সভাপতিত্ব করেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দারিদ্রকে জয় করার পথে আমরা অদম্য গতিতে এগিয়ে চলেছি। দেশের প্রতিটি মানুষের উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা শুধু উন্নত রাষ্ট্র গঠন করতে চান না, একটি উন্নত জাতিও গঠন করতে চান। দেশে পেট্রোল বোমা নিক্ষেপের রাজনীতি যদি না থাকতো বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারতো। বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে উন্নয়ন আরও যত হওয়ার কথা ছিলো সেটা হয়নি। বিএনপি আন্দোলনের নামে, নির্বাচন বানচালের নামে পেট্রোল বোমা মেরেছে, জ্বালাও-পোড়াও করেছে।’
মন্ত্রী আরও বলেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের পর বিএনপি বলছে মানুষ ভোট দানের আগ্রহ হারিয়েছে। মানুষ নির্বাচনে যদি ভোট দানের আগ্রহ হারিয়ে থাকে তাহলে সেটা বিএনপির জন্যই হারিয়েছে। কারণ তারা অতীতে জ্বালাও পোড়াও, পেট্রোল বোমা মেরেছে। এই নির্বাচনেও মানুষকে বিভ্রান্ত করেছে, ইভিএম সম্পর্কে নেতিবাচক প্রচারণা চালিয়েছে কারণে ৮ থেকে ১০ শতাংশ ভোটার উপস্থিতি কমেছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আজ পাকিস্তান শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে যাওয়া দেখে আক্ষেপ করে। সব সুচকে আজ বাংলাদেশ পাকিস্তান ছাড়িয়ে গেছে। ১৯৭২ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ৩৭৭ ডলার। তখন পাকিস্তানের মাথাপিছু আয় ছিল ৭৬০ ডলার। ২০১৯ সালের শেষে বাংলাদেশের মাথাপিছু আয় ছিলো ২০০০ ডালার, আর পাকিস্তানের মাথা পিছু আয় ১৭০০ ডলার। বাংলাদেশের রফতানি আয় প্রায় ৪৭ বিলিয়ন ডলার। সেখানে পাকিস্তানের রফতানি আয় মাত্র ২৩ বিলিয়ন ডলার। ডলারের সঙ্গে মুদ্রা বিনিময় হার বাংলাদেশের ৮৪ টাকা আর পাকিস্তানের ১৫৩.৯৬ টাকা, কোনো কোনো ক্ষেত্রে ১৫৪ টাকা। শুধু তাই নয় কোনো কোনো ক্ষেত্রে ভারতকেও বাংলাদেশ ছাড়িয়ে গেছে। সেনিটেশনে বাংলাদেশের অগ্রগতি ৯৯ শতাংশ আর ভারতে ৫৯ শতাংশ। বাংলাদেশে বিশুদ্ধ পানির সুবিধা পাচ্ছে ৯৮ ভাগ মানুষ সেখানে ভারতে ৮৮ ভাগ।’