Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুমতি না পেয়ে পাল্টাপাল্টি কর্মসূচি স্থগিত


৪ ফেব্রুয়ারি ২০২০ ০১:২০

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে একই দিনে একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশের অনুমতি পায়নি হেফাজতে ইসলাম এবং আহলে সুন্নতে ওয়াল জামা’আত। তাদের পৃথক দিনে সমাবেশের আয়োজন করে আবারও অনুমতির আবেদন করতে বলা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর অক্সিজেন মোড়ে পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা দিয়েছিল হেফাজত এবং আহলে সুন্নত। অনুমতি না পেয়ে দুই সংগঠনই পাল্টাপাল্টি অবস্থান থেকে সরে এসেছে এবং কর্মসূচিও স্থগিত করেছে।

বিজ্ঞাপন

এদিন হেফাজতে ইসলাম শানে রেসালত সম্মেলনের আয়োজন করেছিল। আর জঙ্গী তৎপরতা বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ, মাইজভান্ডার দরবার নিয়ে হেফাজতের আমীর আহমদ শফির ‘কুরুচিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জমা’আতের বায়েজিদ থানা শাখা সুন্নী সম্মেলন আহ্বান করেছিল।

পাল্টাপাল্টি সমাবেশ নিয়ে চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছিল।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (বিশেষ শাখা) মো. আব্দুল ওয়ারিশ খান সারাবাংলাকে বলেন, ‘কোন পক্ষকেই ৫ ফেব্রুয়ারি সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তাদের ভিন্ন তারিখে সমাবেশের আয়োজন করার প্রস্তাব দেওয়া হয়েছে। আমাদের প্রস্তাব অনুযায়ী আবেদন করা হলে বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।’

এর আগে সিএমপির উপ-কমিশনার (উত্তর) বিজয় কুমার বসাকের কার্যালয়ে দুই সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়। সেখানে তাদের অনুমতি না দেওয়ার বিষয়টি জানানো হয়।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামীবাদী বলেন, ‘আমরা কারো সাথে বিরোধে যেতে চাই না। তাই আপাতত ৫ ফেব্রুয়ারির শানে রেসালত স্থগিত করা হয়েছে।’

বিজ্ঞাপন

আহলে সুন্নত ওয়াল জামা’আতের প্রেসিডিয়াম সদস্য স উ ম আবদুস সামাদ বলেন, ‘প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ৫ ফেব্রুয়ারি সুন্নী সন্মেলন বন্ধ রাখছি।’

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর