Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাণিজ্য মেলায় ওয়ালটন পেল ৪ পুরস্কার


৪ ফেব্রুয়ারি ২০২০ ০২:০৬

ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৫তম আসরে চারটি পুরস্কার পেয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মেলায় প্রতিবছরের মতো এবারও সর্বোচ্চ ভ্যাট দিয়েছে ওয়ালটন। একারণে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর কাছ থেকে পেয়েছে শীর্ষ ভ্যাটদাতার দুটি পুরস্কার।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মেলায় দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন তৈরি করায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান মার্সেল পেয়েছে সেরা সাধারণ প্যাভিলিয়ন ক্যাটাগরির প্রথম পুরস্কার। সেরা প্রিমিয়ার প্যাভিলিয়ন ক্যাটাগরিতে এবার দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে ওয়ালটন।

মার্সেলের পক্ষে সেরা সাধারণ প্যাভিলিয়ন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান প্রতিষ্ঠানটির পরিচালক রিফাহ তাসনিয়া
স্বর্ণা। ওয়ালটনের পক্ষে সেরা ভ্যাটদাতা ক্যাটাগরির প্রথম পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. হুমায়ূন কবীর। এছাড়া সেরা প্রিমিয়ার প্যাভিলিয়নের দ্বিতীয় পুরস্কার পান ওয়ালটনের ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মো. মুজাহিদুল ইসলাম।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়া জানাতে মেলায় ওয়ালটন ও মার্সেলের কো-অর্ডিনেটর হুমায়ূন কবীর বলেন, ‘ওয়ালটন দেশের
শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড। বাংলাদেশের প্রায় ৭৫ ভাগ মানুষের আস্থা এখন ওয়ালটনে। আজকের পুরস্কার ওয়ালটনের অগণিত জনসাধারণের। এ প্রাপ্তি ওয়ালটনকে আগামী দিনে আরো নতুন প্রযুক্তি উদ্ভাবনে অনুপ্রাণিত করবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাণিজ্য  মন্ত্রণালয়ের সচিব মো. জাফর উদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার সেলিম আলতাফ জজ, ইপিবি’র ভাইস-চেয়ারম্যান ফাতিমা ইয়াসমিন, ইপিবি’র মহা-পরিচালক ও ডিআইটিএফ-২০২০ স্টিয়ারিং কমিটির সভাপতি অভিজিৎ চৌধুরী, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্টি্রর সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান প্রমূখ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বাণিজ্য মেলায় সেরা ভ্যাটদাতার পুরস্কার চালুর পর থেকে এই নিয়ে টানা ১৪ বছর ধরে প্রথম পুরস্কার পাচ্ছে
ওয়ালটন। পাশাপাশি দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন তৈরি করে প্রায় প্রতি বছরই পুরস্কৃত হচ্ছে ওয়ালটন এবং মার্সেল।

ওয়ালটন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর