বালুবোঝাই ট্রাকের চাপায় বগুড়ায় স্কুলছাত্রের মৃত্যু
৪ ফেব্রুয়ারি ২০২০ ১২:৩০
বগুড়া: জেলা সদরের নামুজা নাথপাড়ায় বালু বোঝাই ট্রাকের চাপায় মনির চন্দ্র (১০) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় পলাশ (২১) নামের এক ইট ভাটার কর্মচারী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া ১০টায় বাড়ির সামনে রাস্তায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে নামুজা নাথপাড়ার নিত্য চন্দ্র সরকারের ছেলে চকরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র মনির স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উঠে। এ সময় বুড়িগঞ্জগামী একটি বালু বোঝাই ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এ ঘটনায় স্থানীয় একটি ইটভাটার কর্মচারী পলাশ গুরুতর আহত হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, স্থানীয়রা আহত পলাশকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা আশঙ্কাজনক। বালু বোঝাই ট্রাকটি পালিয়ে গেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।