আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে তাবিথ-ইশরাক
৪ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৪৫
ঢাকা: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের দিন হামলার শিকার সাংবাদিক মুস্তাফিজুর রহমান সুমনকে দেখতে হাসপাতালে এসেছেন ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হওয়া বিএনপির তাবিথ আওয়াল ও ইশরাক হোসেন।
মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে আসেন তারা। হাসপাতালে ভর্তি সাংবাদিক সুমন ও উত্তরায় হামলার শিকার এক যুবদল কর্মীর চিকিৎসার খোঁজ-খবর নেন তারা।
আহতদের দেখে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তাবিথ আউয়াল বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের দিন উত্তরে ৭ জন সাংবাদিক হামলায় আহত হয়েছে। এদের মধ্যে একজন সাংবাদিক সব চেয়ে বেশি আহত হয়েছেন। এই হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।’
এসময় ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করা ইশরাক হোসেন বলেন, ‘নির্বাচনের চার দিন আগেও আমাদের একটা প্রচারণায় হামলা চালানো হয়েছিলো, তিনজন সাংবাদিক আহত হয়েছিলো, সময় টিভির ক্যামেরাপারসনের ৮টি সেলাই লেগেছিলো। নির্বাচনে দিন যখন ভোট জালিয়াতির মুখোশ উন্মোচন করছিলেন তখন তাদের উপর এরকম ন্যাক্কারজনক হামলা চালানো হয়। কি হয়েছিলো সেদিন এটি জাতির কাছে পরিষ্কার।’
এসময় তাদের সঙ্গে ছিলেন- বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নিপুন রায় চৌধুরীসহ কয়েকজন দলের নেতাকর্মীরা।