Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা


২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:০৭

আন্তর্জাতিক ডেস্ক

পদত্যাগের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার জাতীয় নেতা ও উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েস। প্রাক্তন সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ ওঠায় শুক্রবার তিনি এ ঘোষণা দিয়েছেন।

যুক্তরাজ্যেভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে।

দেশটির আর্মিডালে সাংবাদিক সম্মেলনে জয়েস বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, আমি চায় তার তদন্ত হোক। তদন্ত না হওয়া পর্যন্ত এই পদে থাকতে চায় না। আগামী সোমবার আমি পদত্যাগ করছি।

জয়েসের বিরুদ্ধে অভিযোগ- ভিকি ক্যাম্পিয়ন নামে প্রাক্তন সহকর্মীকে তিনি যৌন হয়রানি করেছেন। অস্ট্রেলিয়ার ক্ষমাতাসীন দল ন্যাশনাল পার্টির একজন জুনিয়র নেতা তার বিরুদ্ধে এই অভিযোগ আনেন। ওই নারী এখন সন্তান সম্ভাবা বলেও জানা গেছে।

যৌন কেলেঙ্কারির অভিযোগ অস্বীকার করে জয়েস বলেন, সে আমার প্রেমিকা ছিল। তার সঙ্গে যৌন সম্পর্ক হয়েছে এটা ঠিক। তবে যৌন হেনস্থা করা হয়নি।

সারাবাংলা/আইএ/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর