Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক নির্যাতনকারীদের শনিবারের মধ্যে গ্রেফতারের দাবি


৪ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৫৮

ঢাকা: সিটি করপোরেশনকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের ঘটনায় জড়িতদের আগামী শনিবারের (৮ ফেব্রুয়ারি) মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য। তা না হলে স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও আহত সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

ডিইউজের যুগ্ম সম্পাদক আকতার হোসেনের সঞ্চালনায় আবু জাফর সূর্য বলেন, ‘আমি এখানে দাঁড়াতে চাইনি। সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ করেও নির্যাতন বন্ধ হয়নি। এতকাল যত সাংবাদিক নির্যাতিত হয়েছেন তার কোনোটার বিচার দৃশ্যমান হয়নি।’

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, ‘নির্যাতিত সাংবাদিকদের অপরাধ তারা সত্য সংবাদ সংগ্রহের কাজ করতে নেমেছিল। বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্র মানবতার জন্য সাংবাদিকরা লড়াই করে আসছি। কিন্তু আমরাই মার খাচ্ছি। যেকারণে গণমাধ্যমকর্মী আইন আজও পাশ করা হয়নি। ওয়েজবোর্ড পাশ করা হলেও তা কার্যকর করা হয়নি।’

ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ বলেন, ‘সরকার যেসব ঘটনা সিরিয়াসলি নিয়েছেন সেসবের বিচার হয়েছ। সম্প্রতিকালে সাংবাদিক নির্যাতনের ঘটনায় তথ্যমন্ত্রণালয়ের কর্মকর্তারা যেন জেগে জেগে ঘুমাচ্ছেন। আমরা বিশ্বাস করি, সরকার সাংবাদিক নির্যাতনের বিচার হবে। দ্রুত সময়ের মধ্যে জড়িতরা গ্রেফতার হবেন।’

রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, আমরা সবাই নির্যাতিত হচ্ছি। অথচ হালাকারীরা ঘুরে বেড়াবে এটা হতে পারে না।’

রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মাকসুদুর রহমান মাকসুদ, ‘দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, আজ মোস্তাফিজুর রহমান সুমন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাকে যেভাবে কোপানো হয়েছে তা কোনোভাবে এড়িয়ে যাওয়া যায় না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সাংবাদিক কল্যাণট্রাস্ট গঠন করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু আমাদের নিরাপত্তা আজ প্রশ্নবিদ্ধ। রাষ্ট্রযন্ত্র আমাদের নিরাপত্তা দিতে বারবার ব্যর্থ হয়েছে।’

সাব এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি নাসিমা আক্তার সোমাসহ অন্যরা সমাবেশে উপস্থিত ছিলেন।

দাবি নির্যাতন বিচার সাংবাদিক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর