Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি ডিন নির্বাচন: ৮ অনুষদে ৩ প্যানেলে ২২ প্রার্থী


৪ ফেব্রুয়ারি ২০২০ ২১:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডিন নির্বাচনে ৮টি অনুষদের অংশ নিচ্ছেন তিন প্যানেলের ২২ জন প্রার্থী।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন সাতজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের করেছেন। এরপর ২২ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ।

নির্বাচনে অংশ নেওয়া প্যানেলগুলো হলো- আওয়ামী লীগ-বামপন্থী শিক্ষক সমর্থিত হলুদ প্যানেল, বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক সমর্থিত সাদা প্যানেল, ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ বলেন, ১৬ ফেব্রুয়ারি (রোববার) সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ডিন নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ১০ ও ১৩ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চবি শিক্ষক সমিতির কার্যালয়ে অগ্রিম ভোট দেওয়া যাবে।

বিজ্ঞাপন

রেজিসস্ট্রার আরও জানান, এই নির্বাচনে আটটি পদের বিপরীতে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এদের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন সাতজন।

চবি ডিন নির্বাচন প্যানেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর