বিপন্ন প্রজাতির কচ্ছপ বিক্রি, ৩ জনকে কারাদণ্ড
২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৩৫ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ১৭:৫১
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা : বিপন্ন প্রজাতির কচ্ছপ বিক্রির অপরাধে তিনজনকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন র্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে পুরান ঢাকার শাঁখারী বাজারে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্তরা হলেন দীপক নন্দী, পনির চন্দ্র দাস ও ময়না রানী দাস।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জানান, ১২/১৪ জনের একটি সংঘবদ্ধ চক্র মুন্সীগঞ্জ ও নরসিংদী থেকে কচ্ছপ এনে সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রি করে আসছিল। তারা আদালতের কাছে কচ্ছপ ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর বিধান অনুযায়ী ওই তিনজনকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক জানান, পনির চন্দ্র আগেও একই ব্যবসায় জড়িত থাকায় ৬ মাসের কারাদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। বের হয়ে তিনি আবারও একই বেআইনি কাজ শুরু করেন। কচ্ছপগুলো জাতীয় উদ্যানের উন্মুক্ত স্থানে ছেড়ে দেওয়া হয়েছে।
সারাবাংলা/এসআর/একে