করোনাভাইরাস: চীনের প্রশংসা করল ডব্লিউএইচও
৫ ফেব্রুয়ারি ২০২০ ০৫:০০
করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে প্রথমেই জোরাল পদক্ষেপ না নেওয়ার অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও এর মহাপরিচালক ডেদরোস আদাহনম গ্যাব্রিয়েস জানালেন ভিন্ন কথা। তার মতে, করোনাভাইরাস ছড়াতে যেন না পারে, সে ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে চীন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য দেওয়া হয়। ডব্লিউিএইচও বিবৃতিতে জানায়, করোনাভাইরাস বৈশ্বিক বিপর্যয় হয়ে উঠার আগেই তা প্রতিরোধের সুযোগ রয়েছে।
সংস্থাটির মহাপরিচালক ডেদরোস আদাহনম গ্যাব্রিয়েস বলেন, উহান শহর থেকে করোনাভাইরাস না ছাড়ানোর ব্যাপারে চীন ভালোই যুদ্ধ চালিয়েছে।
করোনাভাইরাসে এ পর্যন্ত ২০ হাজার আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৪২৭ জন। ভাইরাসের কারণে ডব্লিউএইচও বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে।
ভাইরাসে মৃতদের শতকরা ৮০ ভাগের বয়স ৬০ এর বেশি। যারা কার্ডিওভাসকুলার রোগ ও ডায়াবেটিকে ভুগছেন তারা সংক্রমণে বেশি মারা যাচ্ছেন বলে জানিয়েছেন চীনের ন্যাশনাল হেলথ কমিশন (এনএইচসি)।