Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিকআপ ভ্যানে ট্রাকের ধাক্কা, ৩ জনের মৃত্যু


৫ ফেব্রুয়ারি ২০২০ ১০:০০

চট্টগ্রাম ব্যুরো: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে চলন্ত ট্রাকের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়ায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের সীতাকুণ্ডের কুমিরা ফাঁড়ির পরিদর্শক সাইদুল ইসলাম সারাবাংলাকে জানান, বাঁশবাড়িয়ায় মহাসড়কের পাশে দাঁড় করিয়ে একটি পিকআপ ভ্যানে কাঁচামরিচ বোঝাই করা হচ্ছিল। এসময় ঢাকামুখী দ্রুতগামী পাথরবোঝাই একটি ট্রাক ওই পিকআপ ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনজন গুরুতর আহত হয়।

গুরুতর আহত ওই তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয় বলেও জানান পুলিশ পরিদর্শক সাইদুল।

টপ নিউজ ট্রাকের ধাক্কায় মৃত্যু তিনজনের মৃত্যু হাইওয়ে পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর