Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিটল আয়াত–নিউজ নাউ বাংলা সম্মাননা পেলেন ৭ জন


৫ ফেব্রুয়ারি ২০২০ ১০:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিজয়ীদের হাতে তুলে দেওয়া হলো নিটল আয়াত–নিউজ নাউ বাংলা এক্সিলেন্স এওয়ার্ড ২০১৯। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় জাদুঘর মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

দেশের বিভিন্ন ক্ষেত্রে গুণীজনদের সম্মাননা জানাতে নিটল আয়াত প্রোপার্টিজ লিমিটেড এবং অনলাইন নিউজ পোর্টাল নিউজ নাউ যৌথভাবে আয়োজন করে এই অনুষ্ঠানের।

অনুষ্ঠানে উন্নত দেশ গঠনের পাশাপাশি উন্নত জাতি গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তথ্যমন্ত্রী বলেন, ‘অন্যদের অন্ধ অনুকরণ নয়, উন্নত জাতি গড়ে সরকার এমন একটি রাষ্ট্র গঠন করতে চায়, যাতে ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশকে অনুকরণ করে। আর এজন্য সবাইকে একাত্ম হতে হবে।’

বিজ্ঞাপন

যে পাকিস্তান একসময় বাংলাদেশকে অবজ্ঞা করত তারা আজ বাংলাদেশের উন্নয়ন দেখে আক্ষেপ করে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা আশা করি আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে যাবে।

অনলাইন নিউজ পোর্টাল নিউজ নাউ বাংলার সম্পাদক শামীমা দোলার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমাদ এবং নিউজ নাউ বাংলার ব্যবস্থাপনা সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। আরও উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র অর্থ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, জিটিভি ও সারাবাংলার এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজাসহ অন্যরা। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার জিটিভি।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে আত্মত্যাগ ও গৌরবোজ্জ্বল অবদানে জন্য শহীদ আলতাফ মাহমুদ, সাংবাদিকতায় রোজিনা ইসলাম, বাণিজ্যে প্রবীর কুমার সাহা, সংস্কৃতিতে মেহের আফরোজ শাওন এবং সামাজিক দায়বদ্ধতায় সংগঠন হিসেবে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি’র সদস্য সচিব দেলোয়ার হোসেনের হাতে সম্মাননা তুলে দেন তথ্যমন্ত্রী।

এছাড়াও তরুণ উদ্যেক্তা হিসেবে পর্যটন বাণিজ্যের সঙ্গে যুক্ত শাহ মোমিন ও মুক্তিযুদ্ধভিত্তিক রিপোর্টিংয়ে ফারজানা আফরিনকে সম্মাননা দেওয়া হয়।

নিটল আয়াত–নিউজ নাউ বাংলা এক্সিলেন্স এওয়ার্ড ২০১৯ সৈয়দ ইশতিয়াক রেজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর