Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরাগে র‍্যাবের সঙ্গে গোলাগুলি, ‘ডাকাতে’র মৃত্যু


৫ ফেব্রুয়ারি ২০২০ ১২:৩৪

ঢাকা: রাজধানী ঢাকার তুরাগের বেড়িবাঁধ এলাকায় র‌্যাবের সঙ্গে ডাকাতদলের গোলাগুলিতে একজনের মৃত্যু হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব)-১ এর দাবি, নিহত শহিদ হোসেন ওরফে কানা শহীদ (৪৫) একজন কুখ্যাত ডাকাত।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে ঘটে এ ঘটনা।

র‍্যাব-১ এর সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তুরাগের বেড়িবাঁধ এলাকায় অভিযানে যায় র‌্যাব-১ এর একটি দল। সেখানে একদল অস্ত্রধারী ডাকাতের সঙ্গে তাদের গোলাগুলি হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে জানা যায় সে কুখ্যাত ডাকাত শহীদ ওরফে কানা শহীদ। তার বিরুদ্ধে তুরাগ থানাসহ রাজধানীর বিভিন্ন থানায় ২০ টির বেশি মামলা রয়েছে। সে বিভিন্ন সড়কের সিএনজি আটকে চাঁদা আদায় ও ডাকাতি করতো।

পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এঘটনায় একজন র‍্যাব সদস্য আহত হয়েছেন জানিয়ে এএসপি বলেন, সেই সঙ্গে ঘটনাস্থল থেকে দুইটি পিস্তল, দুইটি ওয়ান শ্যুটার গান, ২১ টি কার্তুজ  ও সাত রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।

ডাকাতের মৃত্যু র‌্যাবের সঙ্গে গোলাগুলি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর