Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একসঙ্গে এগোবে বাংলাদেশ-ভারতের বস্ত্রখাত, আশা দস্তগীর গাজীর


৫ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৪৩

ঢাকা: পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের বস্ত্র খাত একসঙ্গে এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

মন্ত্রী বলেন, ‘পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের বস্ত্রখাত বিশ্বব্যাপী আরও সম্প্রসারিত হবে। বস্ত্র খাতের ব্যবসা বাণিজ্যে যেসব প্রতিবন্ধকতা রয়েছে আলোচনার মাধ্যমে তা দূর করা হবে। ট্যারিফ ও নন ট্যারিফ বিষয়ে আরও বিস্তর আলোচনা সাপেক্ষে দুই দেশের স্বার্থ রক্ষা করেই সিদ্ধান্ত হবে বলে আমি বিশ্বাস করি।’

বিজ্ঞাপন

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর লেকশোর হোটেলে ‘ইন্ডিয়া-বাংলাদেশ টেক্সটাইল ইন্ড্রাস্ট্রি ফোরাম (আইবিটিআইএফ) এর এক সভায় গোলাম দস্তগীর গাজী এসব কথা বলেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের বস্ত্র খাতের সম্প্রসারণ ও রফতানি বৃদ্ধির লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘আমরা দুই দেশের যৌথ সহযোগিতার মাধ্যমে বস্ত্রখাতের সম্ভাবনা উন্মোচনের চেষ্টা করবো। এর ফলে দুই দেশেরই বস্ত্রখাত ও জনগণ উপকৃত হবে।  আমি খুবই খুশি ইন্ডিয়া বাংলাদেশ টেক্সটাইল ফোরাম কিছু সিদ্ধান্তে ঐক্যমতে পৌঁছেছে। বস্ত্র খাতের টেকসই উন্নয়নে এই ফোরাম সচেতনতা বৃদ্ধি ও তথ্য ঘাটতি দূর করতে সহায়তা করবে।’

বিনিয়োগ সম্ভাবনা এবং বাণিজ্য সহযোগিতার বিষয়ে দুই দেশে খাতটির ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

এসময় ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারত সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয় বাংলাদেশকে। বস্ত্র ও পাট খাতের উন্নয়নে দুই দেশ কাজ এক সঙ্গে কাজ করে যাবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহসভাপতি সিদ্দিকুর রহমান, ভারতের বস্ত্র মন্ত্রণালয়ের সচিব রবি কাপুর, বাংলাদেশের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া, যুগ্ম সচিব ওয়ালিউল্লাহ, জুট ডাইভারসিফিকেশন অ্যান্ড প্রমোশন সেন্টারের (জেডিপিসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল কালাম সহ খাত সংশ্লিষ্ট অন্যরা।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বস্ত্রখাতের উন্নয়ন

বিজ্ঞাপন

জুনে বসছে বিপিও সামিট
২৩ মে ২০২৫ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর