সাজু’র কবিতার বই ‘সময়’
৫ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৫০
সাজেদা পারভীন সাজু’র প্রথম কবিতার বই ‘সময়’। লেখকের নিজস্ব আবেগ আর বাস্তবতার মিশেলে লেখা হয়েছে কবিতাগুলো।
যার হাতে কিছুই নেই, তার হাতেও সময় আছে। এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ- উক্তিটি করেছেন ১৭ শতকের স্প্যানিশ লেখক ও দার্শনিক ব্যালটাজার গার্সিয়ান। তেমনি সময়ের মূল্য না বুঝলে কোনও কিছুতেই সফল হওয়া যায় না। আজ পর্যন্ত যারা সফল হয়েছেন, তাঁরা সবাই সময়ের মূল্য দেয়ার ব্যাপারে অন্যদের চেয়ে এগিয়ে ছিলেন। কেননা প্রতিটি মানুষের দিনই ২৪ ঘন্টার। সময় আর জীবন দুটোই বুঝতে না বুঝতে মনে হয় ফুরায় যায় । সময়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা—আর এ নিয়েই ‘সময়’।
সময় ধাবমান, তবে চিহ্ন রেখে যায়। সময়ের সেই চিহ্ন সবার নজরে পড়ে না। অধিকাংশের নজরে না এলেও কতিপয় মানুষ তা দেখেন। তারা সেই সময়টুকু আটকে রাখতে চান নিজস্ব ফ্রেমে- সময় চলে যাক, তবু সেই সময়ের ছাপটা থাকুক। এমনই ভাবনা থেকে কলমে নয় কিবোর্ডে লেখার শুরু। প্রথম প্রকাশ ফেসবুকে, তারপর এবার মলাট বন্দি বই হয়ে প্রকাশিত হচ্ছে একুশে গ্রন্থমেলায়।
‘সময়’ কাব্যগ্রন্থটি পাওয়া যাবে বইমেলার স্টুডেন্ট ওয়েজের ২০ নম্বর প্যাভিলিয়নে। প্রচ্ছদ করেছেন আবু হাসান।