Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চান হাইকোর্ট


৫ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৪১

ঢাকা: একাত্তর সালের ৭ মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের স্থান রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে সরকারের পরিকল্পনা জানাতে বলেছেন হাইকোর্ট।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষকে এ তথ্য জানাতে বলেছেন আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামী ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দিন ঠিক করে রেখেছেন আদালত।

৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস ঘোষণা, সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ভাষণের স্থান চিহ্নিত এবং সেখানে বঙ্গবন্ধুর আঙ্গুল উচানো স্ট্যাচু নির্মাণের নির্দেশনা চেয়ে ২০১৭ সালে এ রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ড. বশির আহমেদ।

এ রিটের প্রেক্ষিতে জারি করা রুলের শুনানি করতে চাইলে তখন আদালত এ আদেশ দেন। আদালতে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।

২০১৭ সালের ২০ নভেম্বর বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেছিলেন।

রুলে ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে কেনো ঘোষণা করা হবে না, ৭ই মার্চ বঙ্গবন্ধু যে স্থানে যে মঞ্চে ভাষণ দিয়েছিলেন, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও ইন্ধিরা গান্ধীকে সংবর্ধনা দেওয়া হয়েছে সেই স্থানে মঞ্চ পূন:নির্মাণ এবং বক্তব্যরত বঙ্গবন্ধুর আঙ্গুল উচানো স্ট্যাচু কেনো নির্মাণ করা হবে না তা জানতে চেয়েছিলেন আদালত।

বঙ্গবন্ধুর ভাষণ সোহরাওয়ার্দী উদ্যান হাইকোর্ট

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর