Monday 30 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ করোনা আক্রান্তকে নিয়ে গভীর সংকটে সেই ব্রিটিশ জাহাজ


৫ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩৭ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২০ ১৬:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়োকহামা বন্দরে আটকে থাকা প্রিন্সেস ক্রুজ। ছবি-রয়টার্স

৫৬ দেশের ৩ হাজার ৭১১ যাত্রী নিয়ে যাত্রা শুরু করা প্রিন্সেস ক্রুজ জাহাজে এখন পর্যন্ত ১০ আরোহীকে করোনাভাইরাস আক্রান্ত হিসেবে সনাক্ত করা হয়েছে। ব্রিটিশ এই জাহাজটিকে বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে জাপানের ইয়োকহামা বন্দরে দুই সপ্তাহের জন্য কোয়ারেনটাইন করে রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জাহাজটির আরও কয়েকশ যাত্রী করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা জমা দিয়ে উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। সবকিছু মিলিয়ে অনির্ধারিত ভবিষ্যতের অপেক্ষায় গভীর সংকটে দিন কাটাচ্ছেন ব্রিটিশ জাহাজ প্রিন্সেস ক্রুজের আরোহীরা। খবর ডেইলি মেইল।

জাহাজটির ব্রিটিশ যাত্রী ডেভিড অ্যাবেল ডেইলি মেইলকে জানিয়েছেন, তাদেরকে রেশনিংয়ের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে। জাহাজে অ্যালকোহল পান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন

ডায়াবেটিকে আক্রান্ত ডেভিড অ্যাবেল বলেছেন, আর কিছুদিন এরকম খাবারবিহীন অবস্থায় থাকলে আমরা কোমায় চলে যাবো। যাত্রীদের কেবিনে কেবিনে খাবার পৌঁছে দেওয়া দরকার, যা তারা পাচ্ছেন না।

এর আগে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাহাজটি পানিসংগ্রহের জন্য ইয়োকহামা বন্দরে নোঙ্গর করেছিল। সেখানেই টোকিও থেকে জাহাজে ওঠা ৮০ বছর বয়সী একজন হংকংয়ের অধিবাসীকে করোনাভাইরাস আক্রান্ত হিসেবে সনাক্ত করা হয়। তারপর দ্রুত নমুনা পরীক্ষার মাধ্যমে আরও নয়জন আরোহীর শরীরে করোনাভাইরাসের আলামত পাওয়া যায়। জাপানের স্বাস্থ্য সংক্রান্ত কর্তৃপক্ষ তারপর ইয়োকহামা বন্দরে ১৪ দিন জাহাজটিকে ৩৭১১ যাত্রীসহ কোয়ারেনটাইন করে রাখার সিদ্ধান্ত নেয়।

এদিকে, জাপানের এনএইচকে চ্যানেল জানিয়েছে, ১০ করোনাভাইরাস আক্রান্তের মধ্যে তিনজন জাপানের নাগরিক। জাপানের স্বাস্থ্যমন্ত্রী কাটশুনোবু কাটো জাহাজ যাত্রীদের জানিয়েছেন, কোয়ারেনটাইন অবস্থায় ১৪ দিন কর্তৃপক্ষের সাথে তারা যেনো সহযোগিতামূলক আচরণ করেন।

আরও পড়ুন- করোনা আক্রান্ত যাত্রী বিপদে ফেললেন সাড়ে ৩ হাজার আরোহীকে

ইয়োকহামা বন্দর করোনাভাইরাস জাপান প্রিন্সেস ক্রুজ