বইমেলায় বিকাশ পেমেন্টে ১০% ক্যাশব্যাক
৫ ফেব্রুয়ারি ২০২০ ১৭:০৮
বইমেলায় বই কিনে বিকাশে পেমেন্ট করলে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। বইমেলার শেষ দিন পর্যন্ত মেলার স্টলগুলোতে বিকাশ গ্রাহকরা এ এ অফার উপভোগ করতে পারবেন। বিকাশ জানিয়েছে, বইমেলায় প্রায় ৯০ শতাংশ স্টলেই বিকাশ দিয়ে পেমেন্ট করা যাচ্ছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিকাশ এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেলা চলাকালীন একজন ক্রেতা ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। বিকাশ অ্যাপে কিউআর কোড স্ক্যান করে বা *২৪৭# ডায়াল করে অথবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিকাশ পেমেন্ট করে ক্যাশব্যাক অফারটি নেওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বছর প্রথমবারের মতো সুবিধাবঞ্চিত শিশুদের বই বিতরণ কর্মসূচি নিয়েছে বিকাশ। অভিযাত্রিক ফাউন্ডেশনের পরিচালনায় রায়ের বাজার ও মিরপুর এলাকার স্কুলসহ ঢাকা, কুমিল্লা, বরিশালের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এবং স্থানীয় লাইব্রেরি, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পাঁচ হাজার বই দেবে বিকাশ। মেলাপ্রাঙ্গণ থেকে পাঠক-দর্শনার্থীরাও অংশ নিতে পারবেন এই কর্মসূচিতে। মেলার বই প্রদান বুথে যে কেউ নতুন বা পুরাতন বই জমা দিতে পারবেন। প্রতি সপ্তাহে অভিযাত্রিক ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেলা প্রাঙ্গণে এসব বই তুলে দেওয়া হবে।
বইমেলায় আগত পাঠক, ক্রেতা, দর্শনার্থীদের জন্য বিকাশে লেনদেনের পাশাপাশি বসার ব্যবস্থাও রেখেছে বিকাশ। রয়েছে বিনামূল্যে নিরাপদ পানি ও চা-কফির ব্যবস্থাও।