চট্টগ্রাম চেম্বার এখন লুটেরা-মুনাফাখোরদের আশ্রয়দাতা
৫ ফেব্রুয়ারি ২০২০ ২১:০৯
চট্টগ্রাম ব্যুরো: চীনে ছড়িয়ে পড়া করোনাভাইরাসকে পুঁজি করে যারা দেশে পরিকল্পিতভাবে দ্রব্যমূল্য বাড়াচ্ছে তাদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর রিয়াজউদ্দিন বাজারে করোনাভাইরাস নিয়ে এক সচেতনতা সভায় এই আহ্বান জানান তিনি।
নাগরিক উদ্যোগ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে আয়োজিত এই সভায় সুজন বলেন, ‘খুবই দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, করোনাভাইরাসকে পুঁজি করে এক শ্রেণির খারাপ ব্যবসায়ী মজুদদারিতে নেমেছে। প্রথমে তারা মাস্কের কৃত্রিম সংকট তৈরি করছে। পরে মাস্কের দাম বাড়াচ্ছে। এবার তারা ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। চট্টগ্রামে এই সংঘবদ্ধ মজুদদার চক্রের আস্ফালন বেশি। কারণ, চট্টগ্রাম চেম্বার বিভিন্ন কৌশলে এসব মজুদদার, লুটেরা, মুনাফাখোর ও ভেজাল খাদ্য উৎপাদকারীদের আশ্রয়-প্রশ্রয় দেয়।’
সংগঠনটির প্রধান উপদেষ্টা সুজন আরও বলেন, ‘চট্টগ্রাম চেম্বার এখন মুনাফাখোর-লুটেরাদের বড় আশ্রয়দাতায় পরিণত হয়েছে। সেখানে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা চট্টগ্রাম চেম্বারকে নিজেদের ভাগ্য গড়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। ফলে বনেদি ব্যবসায়ী-শিল্পপতিরা চট্টগ্রাম চেম্বার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।’
সচেতনতা সভার উদ্দেশ্য বর্ণনা করে সুজন বলেন, ‘চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চট্টগ্রামে আর্ন্তজাতিক সমুদ্রবন্দর আছে। ইপিজেড ও ভারি শিল্প-কারখানা রয়েছে। চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করছেন চীনা নাগরিকরা। তাই সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় নগরবাসীকে সচেতন করতে আমরা ধারাবাহিক সভার আয়োজন করেছি।’
সভা শেষে সুজন সিটি করপোরেশনের আবর্জনাবাহী গাড়ির চালক এবং পরিচ্ছন্নতা কর্মীদের তরল সাবান দিয়ে হাত ধুইয়ে দেন এবং মাস্ক লাগিয়ে দেন।
এ সময় চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি সালেহ আহমদ সুলেমান, ন্যাপের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিটুল দাশ গুপ্ত, নাগরিক উদ্যোগের হাজী মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, এস এম আবু তাহের, সাইদুর রহমান চৌধুরী, নিজাম উদ্দিন, আশিকুন্নবী চৌধুরী, নগর ছাত্রলীগের সভাপতি এম ইমরান আহমেদ ইমু, সহ-সভাপতি জয়নাল উদ্দিন জাহেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ করোনাভাইরাস চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ