বায়ু দূষণ: চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১৩ লাখ টাকা জরিমানা
৫ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩১
চট্টগ্রাম ব্যুরো: বায়ু দূষণের অপরাধে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপের সিমেন্ট কারখানাসহ চার প্রতিষ্ঠানকে ১৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
বুধবার (৫ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এই জরিমানা করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়ু দূষণের দায়ে কর্ণফুলী উপজেলার এস আলম সিমেন্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বর্জ্য শোধনাগার (ইটিপি) কার্যকর না রাখায় পটিয়ার ওয়েল ফুড কারখানাকে পাঁচ লাখ টাকা এবং একই কারণে পটিয়ার ফুলকলি অ্যান্ড কোম্পানিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ছাড়পত্র না নিয়ে ইট প্রস্তুতের দায়ে হাটহাজারীর সিরাজ ব্রিকসকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
সূত্রমতে, সম্প্রতি প্রতিষ্ঠানগুলো পরিদর্শনে গিয়ে পরিবেশ দূষণের প্রমাণ পান পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা। পরে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিকে অধিদফতরে শুনানিতে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়। বুধবার শুনানি শেষে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।