নানকের ভগ্নিপতি এনামুল কবির মারা গেছেন
৫ ফেব্রুয়ারি ২০২০ ২২:১৪
ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের ভগ্নিপতি গোপালগঞ্জের বঙ্গবন্ধু কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির (৮৫) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এনামুল কবির দীর্ঘদিন থেকে বয়সজনিত কারণে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
১৯৯৩ সালে বঙ্গবন্ধু কলেজের গোপালগঞ্জ অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন তিনি। গোপালগঞ্জ পাচুরিয়ার বাসিন্দা ছিলেন তিনি। তার জন্মস্থান বাগেরহাট, চিতলমারী থানা বড়বাড়িয়া গ্রামে। মরহুমকে নিজ জন্মস্থানে বড়বাড়িয়ায় পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি তার সহধর্মিনী কোহিনুর বেগম, দুই ছেলে-দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। এনামুল কবিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত হন।
শুক্রবার বাদ জুমা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ধানমন্ডি ঈদগা মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।