চীনফেরত বাংলাদেশিদের অভিভাবকদের প্রশ্নের জবাব দেবে আইইডিসিআর
৬ ফেব্রুয়ারি ২০২০ ০০:৫৭
ঢাকা: চীনের উহান থেকে আসা ৩১২ বাংলাদেশির অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে অবস্থিত আইইডিসিআরে বিকেল ৩টায় সংশ্লিষ্ট অভিভাবকদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার (৫ ফেব্রুয়ারি) আইইডিসিআরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চীনের উহান থেকে ফেরত বাংলাদেশি যাত্রীদের অভিভাবকদের যেকোনো জিজ্ঞাসা ও প্রশ্নের জবাব দেওয়ার জন্য বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় আইইডিসিআর-এ আমন্ত্রণ জানানো হয়েছে। এখন থেকে নিয়মিতভাবে এ কার্যক্রম চলবে। এছাড়াও যেকোনো প্রয়োজনে আইইডিসিআর-এর হটলাইন নম্বর এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। নম্বরগুলো হলো, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১।
অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, বাংলাদেশে এখন পর্যন্ত চীন থেকে দেশে ফিরেছেন ৭ হাজার ২৮৪ জন। এরমধ্যে বিমানবন্দরে সন্দেহজনকভাবে কাউকে শনাক্ত করা হয়নি। আইইডিসিআরের হটলাইন নম্বরে নতুন করোনাভাইরাস নিয়ে কল এসেছে ৬৭৬ টি। এ পর্যন্ত তারা মোট ৫০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলেও এখন পর্যন্ত কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. শাহনীলা ফেরদৌসী, আইইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীরসহ অন্যান্যরা।