রানওয়ে থেকে ছিটকে পড়ল তুরস্কের বিমান, নিহত ১, আহত ১৫০
৬ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৩৬
তুরস্কের প্যাগাসাস এয়ারলাইন্সের একটি বিমান ইস্তাম্বুলের বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে। এতে এক বিমানযাত্রীর মৃত্যু ও ৫০ জন আহত হয়েছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।
সাবিহা গোকেন বিমানবন্দরে বোয়িং ৭৩৭ মডেলের ওই বিমানটি দুর্ঘটনার শিকার হয়। এটি এসেছিল আজমির প্রদেশ থেকে। বিমানটিতে ১৭১ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার পর বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড বাতাস ও বৃষ্টির মধ্যে এটি অবতরণের চেষ্টা করছিল। এরপর রানওয়ে থেকে ছিটকে যায়। আহতদের মধ্যে অন্তত ২০ জন বিদেশি নাগরিক।
ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকিয়া বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানটি রানওয়ে থেকে ১৬০-১৯০ ফুট দূরে ছিটকে পড়ে।
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফারেতিনা কোকা জানান, একজনের মৃত্যু হয়েছে। তবে বাকিরা আশঙ্কামুক্ত আছেন।