Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণের বার ও সিগারেটসহ আটক ৬


৬ ফেব্রুয়ারি ২০২০ ১৩:০৯ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বার ও বিদেশি সিগারেটসহ ৬ জনকে আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা ৬ যাত্রীকে তল্লাশি করে এসব স্বর্ণের বার ও সিগারেট পাওয়া গেছে।

বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘তিনজনের কাছে তিনটি করে ৯টি স্বর্ণের বার পাওয়া গেছে। বাকি তিনজনের কাছ থেকে ২৪০ কার্টন বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট পাওয়া গেছে। শুল্ক ফাঁকি দিতে ঘোষণা বহির্ভূতভাবে এসব বার ও সিগারেট আনা হয়েছিল।’

আটক ৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এই কাস্টমস কর্মকর্তা।

চট্টমেট্রো টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর