Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণসংগীত ও জোহার আবৃত্তির মধ্যদিয়ে সুজ্যেয় শ্যামের সংবর্ধনা কাল


২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৩৮

সারাবাংলা ডেস্ক

ঢাকা: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, সুরকার ও বাংলাদেশ গণশিল্পী সংস্থার সভাপতি সুজ্যেয় শ্যামের একুশে পদক প্রাপ্তিতে গণসংগীত ও আবৃত্তির মধ্য দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আগামীকাল শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় শাহবাগ পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে বাংলাদেশ গণশিল্পী সংস্থা ঢাকা মহানগর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

সংবর্ধনা, গণসংগীত ও শামসউজজোহার কবিতা কনসার্ট ‘স্লোগান’-এর এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন— স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক ও আবৃত্তিশিল্পী আশরাফুল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, নাট্যজন খায়রুল আলম সবুজ, শিক্ষাবিদ ড. সুশান্ত দাস, বাংলাদেশ গণশিল্পী সংস্থার সহ-সভাপতি মিনা মিজানুর রহমান, আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।

অনুষ্ঠানের প্রথমার্ধে সম্মিলক সংগীত পরিবেশন করবে ‘গণশিল্পী’ ঢাকা মহানগর স্কোয়াড। দ্বিতীয়ার্ধে কবিতা কনসার্টে শামসউজজোহার আবৃত্তির সাথে সরোদের যুগলবন্দী করবেন শামীম জহির ও কণ্ঠসঙ্গীতে থাকবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মাকসুরা আখতার অন্তরা।

সারাবাংলা/পিবি/আইজেকে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর