Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজারবাগে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু


৬ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর রাজারবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শাহের আলী (২৪) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সোয়া ১টায় মৃত ঘোষণা করেন।

ওই শ্রমিকের বাড়ি কুড়িগ্রামের কচাকাটা উপজেলার কুমেতপুর গ্রামে। থাকতেন নির্মাণাধীন ওই ভবনেই।

সহকর্মী আ. করিম জানান, তারা রাজমিস্ত্রীর কাজ করেন। সকাল থেকে তারা রাজারবাগ টেলিকম ভবনের পাশে একটি ২০ তলা ভবনের ১৯ তলায় বাইরে মাচান বেঁধে কাজ করছিলেন। মাচানে শ্রমিক শাহেরসহ আরও ৩/৪ জন ছিলেন। হঠাৎ মাচানের রশি ছিঁড়ে যায়। এতে শাহের ১৯ তলা থেকে নিচে পড়ে যান। পরে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

নির্মাণাধীন ভবন শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর