Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চলছে পদ্মা ব্যাংকের গ্রাহক সমাবেশ


৬ ফেব্রুয়ারি ২০২০ ১৭:০১ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২০ ১৭:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: প্রথম বর্ষপূর্তি উদযাপনের সঙ্গে ব্যাংক আমানতের সুদ ৬ শতাংশে নেমে আসায় গ্রাহকদের মতামত জানতে সমাবেশের আয়োজন করেছে পদ্মা ব্যাংক লিমিটেড। গত মঙ্গলবার থেকে রাজধানীর উত্তরা শাখা থেকে শুরু হয় এই গ্রাহক সমাবেশ। পর্যায়ক্রমে ৫৭টি শাখার সবকটিতে এই সমাবেশ করবে ব্যাংক।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু। এই সময় তিনি বলেন, ‘গ্রাহকরাই ব্যাংকের সাফল্যের সহযাত্রী, তাদের জন্যই এগিয়ে চলেছে পদ্মা ব্যাংক। তাদের আস্থায় অব্যাহত থাকবে ব্যাংকের এই অগ্রযাত্রা।’ অচিরেই রিটেইল ও এসএমই ঋণ সুবিধা শুরুর ঘোষণা দেন ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া কার্ড সুবিধাও দ্রুত চালু হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

শতাধিক গ্রাহকের সক্রিয় অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানটি। এই সময় গ্রাহকরা পদ্মা ব্যাংকের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং গ্রাহক সেবার মান উন্নয়নের ব্যাপারে পরামর্শ দেন তারা।

এসময় পদ্মা ব্যাংকের বিজনেস হেড জাবেদ আমিন, আরএমডির প্রধান সাবিরুল ইসলাম চৌধুরী, করপোরেট লায়েবিলিটি হেড আমিরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক এ এইচ এম ইলিয়াস আহম্মেদ চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। গ্রাহক সমাবেশের প্রথম দিন গুলশান সাউথ শাখায়ও যোগ দেন ব্যবস্থাপনা পরিচালক মো. এহসান খসরু। এছাড়া বুধবার কাকরাইল ও কাজী নজরুল ইসলাম এভিনিউয়েও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।

আমানতের সুদ গ্রাহক সমাবেশ পদ্মা ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর