Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি অধ্যাপক গোলাম ফারুক আর নেই


৬ ফেব্রুয়ারি ২০২০ ১৯:০৮

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের প্রফেসর মো. গোলাম ফারুক (৬২) মারা গেছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুরে ও বৃহস্পতিবার সকালে রাবি কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে তাঁর মরদেহ পারিবারিক গোরস্থানে দাফনের জন্য শেরপুর জেলার মুন্সিরচরে নিয়ে যাওয়া হয়।

অধ্যাপক গোলাম ফারুক বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের সভাপতি ও দীর্ঘদিন রাজশাহী আর্ট কলেজের অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। দেশ-বিদেশে তাঁর চিত্রকর্মের উল্লেখযোগ্য সংখ্যক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

অধ্যাপক গোলাম ফারুকের মৃত্যুতে উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান এবং উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তারা বাংলাদেশে চারু ও কারুকলা বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় প্রফেসর ফারুকের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

গোলাম ফারুক রাবির অধ্যাপক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর