রাজধানীতে জেএমবি সদস্য গ্রেফতার
৬ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৩৯
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) র্যাব-৩ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য জানান।
গ্রেফতার হওয়া জঙ্গি সদস্য হলো- মো. মনির হোসেন ওরফে ইয়াসিন আরাফাত ওরফে আশিকুর রহমান মাহি (২৬)।
অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল গত ৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য মো. মনির হোসেন ওরফে ইয়াসিন আরাফাতকে (২৬) গ্রেফতার করা হয়। তার বাড়ি টাঙ্গাইল জেলায়। তার কাছ থেকে ৬টি উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে।’
র্যাব কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জঙ্গি সংশ্লিষ্টতার স্বীকারোক্তি দিয়েছে। ২০১৪-২০১৫ সালে একটি মাদরাসায় পড়ার সময় এক সহপাঠীর মাধ্যমে সে জঙ্গিবাদে নাম লেখায়। তার কাছ থেকেই প্রশিক্ষণ গ্রহণ করে জেএমবির দার-ই-কুতনী ব্রিগেডের প্রধান ইমাম মেহেদীর কাছে বায়াত গ্রহণ করে। নিয়মিত গোপন বৈঠক এবং জঙ্গি সদস্য ও তহবিল সংগ্রহের কাজে নিয়োজিত ছিল এই সদস্য।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।’