Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানিকে নাগরিকত্ব দেওয়ার নামে প্রতারণা, ধরা ‘ভুয়া সিআইপি’


৬ ফেব্রুয়ারি ২০২০ ২১:৫২

চট্টগ্রাম ব্যুরো: ভুয়া বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) কার্ড বানিয়ে প্রতারণায় জড়িত এক ট্রাভেল এজেন্ট ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট। সংস্থাটি জানিয়েছে, ওই ব্যক্তি মানবপাচারেও জড়িত। দুবাইয়ে বসবাসরত এক পাকিস্তানি পরিবারকে বাংলাদেশি নাগরিকত্ব পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে কুমিল্লার লাঙ্গলকোটে নিজ বাড়ি থেকে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পলাশ কান্তি নাথ।

গ্রেফতার মো. ফারুক (৩৫) কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের সুরপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে।

এডিসি পলাশ কান্তি নাথ সারাবাংলাকে জানান, ২০১৯ সালের ১০ অক্টোবর দুবাই থেকে বিমানে চট্টগ্রামে আসার সময় পাশে আসনে বসা এক নারীর সঙ্গে ফারুকের পরিচয় হয়। ওই নারী স্বামী-সন্তান নিয়ে দুবাইয়ে বসবাস করেন। তার বাড়ি চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায়। স্বামী-সন্তানেরা পাকিস্তানের নাগরিক, যে কারণে নিয়মিত বাংলাদেশে যাতায়াত করলেও স্বামী-সন্তানদের তিনি আনতে পারেন না। বিমানে কথাবার্তার একপর্যায়ে ওই নারী বিষয়টি ফারুককে জানান। এসময় ফারুক নিজেকে সিআইপি পরিচয় দিয়ে তার স্বামী-সন্তানদের বাংলাদেশের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেওয়ার কথা বলে ১৩ অক্টোবর ওই নারীর কাছ থেকে দুই লাখ টাকা নেন ফারুক। ১৬ অক্টোবর দেন আরও দুই লাখ টাকা। এরপর ২ নভেম্বর ফারুক দুবাইয়ে ওই নারীর বাসায় যান। সেখানে তার স্বামীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তাকে দুবাই-বাংলাদেশভিত্তিক গাড়ির ব্যবসায় অংশীদার করার কথা বলে নেন ৩০ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৯৯ হাজার টাকা।

এডিসি পলাশ বলেন, ‘এর মধ্যে ফারুক ওই নারী ও তার স্বামীর সই জাল করে দুবাইয়ে ভিজিট ভিসায় লোক পাঠাতে শুরু করেন। ওই নারী তার সঙ্গে যোগাযোগ করে নাগরিকত্বের বিষয়ে জানতে চাইলে হুমকি-ধমকি দেন। একপর্যায়ে ওই নারীর নামে ফেসবুকে দু’টি অ্যাকাউন্ট খুলে বিভিন্ন অশ্লীল কথাবার্তা ছড়াতে থাকেন। তার স্বামীর হোয়াটসঅ্যাপ নম্বরে ওই নারীর নামে বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলতে থাকেন। এরপর তিনি আমাদের কাছে এসে মৌখিক অভিযোগ করেন। আমরা ফারুকের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করি। প্রতারণার শিকার নারী বাদী হয়ে আকবর শাহ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন।’

বিজ্ঞাপন

মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক আফতাব হোসাইন সারাবাংলাকে জানান, গ্রেফতার ফারুকের কাছ থেকে  সরকারি লোগো ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব নমিতা হালদারের সই করা একটি সিআইপি কার্ড উদ্ধার করা হয়েছে। তবে সিআইপি শব্দের পাশে ব্র্যাকেটে লেখা আছে ‘এনআরবি’। সেটা দেখে কার্ডটি ভুয়া হিসেবে শনাক্ত করা হয়েছে।

‘সিআইপির পাশে লেখা থাকবে ‘এনবিআর’। কিন্তু লেখা আছে ‘এনআরবি’। ফারুকের ফেনীতে একটি ট্রাভেল এজেন্সি আছে। সেই এজেন্সির আড়ালে ভিজিট ভিসায় ফারুক আরব আমিরাতের বিভিন্ন দেশে মানবপাচার করত। এ সংক্রান্ত ডকুমেন্টও আমরা পেয়েছি। এছাড়া ভুয়া সিআইপি কার্ড ব্যবহার করে ফারুক দেশের বিভিন্ন বিমানবন্দর থেকে প্রাপ্ত সুবিধা নিয়ে বিদেশে গেছে একাধিকবার। ইমিগ্রেশনে সেই কার্ড ভুয়া হিসেবে শনাক্ত হওয়ার পর তাকে কালো তালিকাভুক্ত করা হয়। তার সঙ্গে আরও কয়েকজন জড়িত আছে। আমরা তাদের আটকের চেষ্টা করছি।’

গ্রেফতার ফারুককে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত আগামী রোববার শুনানির সময় নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক আফতাব হোসাইন।

রফতানি বাণিজ্যে অবদান রাখার জন্য সরকার প্রতিবছর নির্দিষ্ট ব্যবসায়ীদের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে স্বীকৃতি দেয়। সিআইপি কার্ডধারী ব্যক্তিরা সচিবালয়ে প্রবেশে বিশেষ পাস; ব্যবসাসংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও নৌপথে সরকারি যানবাহনে সংরক্ষিত আসনে অগ্রাধিকার; বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহার; ব্যবসায়িক কাজে বিদেশ ভ্রমণের ভিসাপ্রাপ্তির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লেটার অব ইন্ট্রোডাকশন ইস্যু ইত্যাদি সুবিধা পেয়ে থাকেন।

কাউন্টার টেরোরিজম ইউনিট নাগরিকত্ব দেওয়ার নামে প্রতারণা ভুয়া সিআইপি সিএমপি

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর