Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোপ ফ্রান্সিসের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ


৬ ফেব্রুয়ারি ২০২০ ২২:৫৪ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৩৬

ফাইল ছবি

ভ্যাটিকান সিটিতে ক্যাথোলিক খ্রিস্টানদের প্রধান ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি)  সকালে ইতালির রাজধানী রোমের নিকটে অবস্থিত ভ্যাটিকান সিটিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পোপের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় অবস্থান করেন এবং পোপের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কন্তের আমন্ত্রণে মঙ্গলবার বিকেলে চার দিনের সরকারি সফরে ইতালি পৌঁছেন। খবর বাসস।

ঢাকা-রোম সম্পর্ক জোরদারে একমত ২ প্রধানমন্ত্রী

পোপ ফ্রান্সিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর