দশম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ: বর ও মেয়ের বাবার কারাদণ্ড
৭ ফেব্রুয়ারি ২০২০ ০১:২৭
কুষ্টিয়া: কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় বাল্য বিয়ে করার অভিযোগে বর শিমুলকে নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ বিয়েতে সহযোগিতা করার অভিযোগে মেয়ের বাবা সাহাবুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মেয়ের চাচা আব্দুল মজিদকে পাচঁ হাজার টাকা অর্থদণ্ড প্রদানের আদেশ দেন আদালত। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভেড়ামারার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ এ আদেশ দেন।
এ বিষয়ে ইউএনও সোহেল মারুফ সারাবাংলাকে জানান, উপজেলার বাহিরচর ইউনিয়নের দশম শ্রেণির এক ছাত্রীকে বেশ কিছুদিন আগে গ্রাম পুলিশ শিমুলের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করে তার স্বজনরা। এ ঘটনা জানাজানির পর, মেয়ের বয়স কম থাকায় বাল্যবিয়ে দিবে না মর্মে বর কনেসহ দুই পরিবারের স্বজনদের কাছ থেকে কয়েক দফা মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বৃহস্পতিবার আবারও গোপনে ওই মেয়ের সাথে শিমুলের বিয়ে হচ্ছে এমন খবরের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়। সেখানে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়াও অভিযুক্ত গ্রাম পুলিশ শিমুলকে চাকরি থেকে বরখাস্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।